আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ
বরিশাল প্রতিনিধি : প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে ২২ দিনের জন্য বন্ধ হচ্ছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব নদ-নদীতে ইলিশ শিকার। আগামী নভেম্বর মাসের চার তারিখ পর্যন্ত দেশব্যাপী ইলিশ শিকার, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ নিষিদ্ধ থাকবে। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরিশাল মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস (ইলিশ) বলেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদ-নদী মিলে প্রায় সাড়ে সাত হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ইলিশের বিচরণ এলাকা। প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমায় মা ইলিশ সাগর থেকে ডিম ছাড়ার জন্য নদীর মিঠা পানিতে চলে আসে। প্রজনন সময়ে মা-ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু বরিশালসহ দক্ষিণাঞ্চলই নয় সারা দেশে নদীতে এই ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ সময়ের মধ্যে কোনো ব্যক্তি আইন অমান্য করলে শাস্তি কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ এই সময়ে প্রতি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। সেই অনুযায়ী বরিশাল বিভাগের ছয় জেলার ৪১ উপজেলায় দুই লাখ ৮২ হাজার ৫০০ জেলে পরিবারের জন্য পাঁচ হাজার ৬৫০ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে বরিশাল জেলায় ৪৭ হাজার জেলে পরিবারকে ৯৪০ মেট্রিক টন, পিরোজপুর জেলায় ১৭ হাজার জেলে পরিবারকে ৩৪০ মেট্রিক টন, পটুয়াখালী জেলায় ৫৮ হাজার জেলে পরিবারকে এক হাজার ১৬০ মেট্রিক টন, ভোলা জেলায় ১ লাখ ২০ হাজার জেলে পরিবারকে দুই হাজার ৪০০ মেট্রিক টন, বরগুনা জেলায় ৩৭ হাজার জেলে পরিবারকে ৭৪০ মেট্রিক টন ও ঝালকাঠি জেলায় তিন হাজার ৫০০ জেলে পরিবারের জন্য ৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবে। প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা এসব চাল উপজেলা মৎস্য অফিসের তালিকাভুক্ত জেলেদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেবেন।
|
বরিশাল প্রতিনিধি : প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে ২২ দিনের জন্য বন্ধ হচ্ছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব নদ-নদীতে ইলিশ শিকার। আগামী নভেম্বর মাসের চার তারিখ পর্যন্ত দেশব্যাপী ইলিশ শিকার, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ নিষিদ্ধ থাকবে। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরিশাল মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস (ইলিশ) বলেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদ-নদী মিলে প্রায় সাড়ে সাত হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ইলিশের বিচরণ এলাকা। প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমায় মা ইলিশ সাগর থেকে ডিম ছাড়ার জন্য নদীর মিঠা পানিতে চলে আসে। প্রজনন সময়ে মা-ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু বরিশালসহ দক্ষিণাঞ্চলই নয় সারা দেশে নদীতে এই ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ সময়ের মধ্যে কোনো ব্যক্তি আইন অমান্য করলে শাস্তি কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ এই সময়ে প্রতি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। সেই অনুযায়ী বরিশাল বিভাগের ছয় জেলার ৪১ উপজেলায় দুই লাখ ৮২ হাজার ৫০০ জেলে পরিবারের জন্য পাঁচ হাজার ৬৫০ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে বরিশাল জেলায় ৪৭ হাজার জেলে পরিবারকে ৯৪০ মেট্রিক টন, পিরোজপুর জেলায় ১৭ হাজার জেলে পরিবারকে ৩৪০ মেট্রিক টন, পটুয়াখালী জেলায় ৫৮ হাজার জেলে পরিবারকে এক হাজার ১৬০ মেট্রিক টন, ভোলা জেলায় ১ লাখ ২০ হাজার জেলে পরিবারকে দুই হাজার ৪০০ মেট্রিক টন, বরগুনা জেলায় ৩৭ হাজার জেলে পরিবারকে ৭৪০ মেট্রিক টন ও ঝালকাঠি জেলায় তিন হাজার ৫০০ জেলে পরিবারের জন্য ৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবে। প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা এসব চাল উপজেলা মৎস্য অফিসের তালিকাভুক্ত জেলেদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেবেন।
|
|
|
|
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, আল্লাহর রহমত আছে বলেই বর্তমান সরকারের সহযোগীতায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করতে সক্ষম হয়েছি। সরকার থেকে যে উন্নয়ন বরাদ্দ আসে তা জনগণের সম্পদ-এ কথা ভেবে গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়ন করতে হবে। ৩৬ বছরে আমরা এ এলাকার অবকাঠামো, বিশেষ করে রাস্তাঘাট, স্কুল-কলেজ, বিদ্যুত ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট কাজ করার চেষ্টা করেছি। আগামী ১০০ বছর পরও অবকাঠামোগত উন্নয়নের চাহিদা মানুষের কাছে থেকে যাবে। তাই সঠিক পরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে। এর জন্য প্রয়োজন এলাকার মানুষের ঐক্য। তিনি আজ মঙ্গলবার দুপুরে তার ভাণ্ডারিয়াস্থ বাসভবন তাসমিমা ভিলায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চেক ও ক্রীড়া সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরের উপবৃত্তি প্রাপ্ত দলিত ১০ শিক্ষার্থীতের মাঝে ১ লক্ষ ৯ হাজার ৮শ টাকা চেক বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিাজুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম ,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা মাধ্যমিক অফিসার মো. জহিরুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার ভবানী শংকর বল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, থানা অফিসার ইনচার্জ এস.এম মাকসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান এনামুল হক পান্না প্রমুখ।
|
|
|
|
বরিশাল প্রতিনিধি : বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠী এলাকায় অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৩৪০ কেজি কারেন্ট জালসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। গতকাল বুধবার রাতের অভিযানে আটক ব্যক্তির নাম মো. মামুন হাওলাদার। তিনি ওই এলাকার আ. মালেক হাওলাদারের ছেলে। র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কারেন্ট জাল বিক্রির গোপন খবর পেয়ে র্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালালে মামুন পালানোর চেষ্টা করে। এ সময় তারা মামুনকে আটক করে। পরে তার ঘর তল্লাশি করে বিক্রয় নিষিদ্ধ ৩৪০ কেজি কারেন্ট জাল উদ্ধার করে র্যাব। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় র্যাবের ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে নগরীর কাউনিয়া থানায় মামুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
|
|
|
|
ভোলা প্রতিনিধি : চরফ্যশন বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেসহ একটি দল অভিযান পরিচালনা করেছেন। অভিযানে বাজারের একাধিক ব্যবসায়ীকে বিভিন্ন কারণে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। গতকাল বুধবার নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে চরফ্যাসন বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে লালমোহন থেকে ক্রয়কৃত পেঁয়াজের মূল্যের চোতা দেখাতে না পারায় মেসার্স ভাই ভাই কবির এন্ড ব্রাদার্সকে ৫ হাজার, মূল্য তালিকা না থাকায় মেসার্স ভাই ভাই বানিজ্যালয়কে ৩ হাজার, ওজন মাপার যন্ত্র ঠিক না থাকায় মেসার্স ইব্রাহিম এন্ড ব্রাদার্সকে ৪ হাজার ও অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় নজরুলকে ২ হাজার, সেলিমকে ২ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। এ সময় অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির প্রমূখ উপস্থিত ছিলেন।
|
|
|
|
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পৈকখালী বাজারে সোমবার গভীর রাতে এক অগ্নিকান্ডে মেজবাহ চোকদারের কাপড়ের দোকান ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয় ক্ষতির পরিমান দুইলক্ষাধিক টাকা। জানা গেছে, রাত আনুমানিক দেড়টার দিকে বাজারের নৈশ প্রহরী তৈয়ব আলী দোকানটিতে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিটে এ অগ্নিকান্ড ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
|
|
|
|
বরিশাল প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে বরিশালে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল।
বরিশাল নগরের দক্ষিণ সদর রোড সংলগ্ন নির্মাণাধীন বঙ্গবন্ধু অডিটোরিয়ামের দক্ষিণ পাশের দেয়ালে বিদেশি দামি মূল্যবান পাথর দিয়ে এ ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। ৫০ ফুট উঁচু এবং ৪০ ফুট প্রস্থ বিশিষ্ট এ ম্যুরালের ব্যাকগ্রাউন্ডে জাতীয় পতাকা ফুঁটিয়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধুর বুকে জড়ানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগঘন ম্যুরালটির নির্মাণকাজ অল্প কয়েকদিনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ম্যুরাল নির্মাণ তদারকির দায়িত্বপ্রাপ্ত সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহমেদ মান্না বলেন, বঙ্গবন্ধুর নামে অডিটোরিয়াম অথচ সেখানে তার কোনো নামফলক বা ছবি ছিল না। বিষয়টি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দৃষ্টিগোচর হলে তিনি ঢাকার একটি আর্কিটেকচার গ্রুপের সহায়তায় নকশা প্রণয়ন করেন। পরে চারুকলার গুণী শিল্পীদের সহায়তায় বঙ্গবন্ধু অডিটোরিয়ামে দেশে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল করার উদ্যোগ নেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে নির্মাণকাজ পিছিয়ে যায়। তারপরও ইতোমধ্যে ম্যুরালের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। ম্যুরাল নির্মাণের দায়িত্বে থাকা চারুকলার শিল্পী রুদ্র জানান, বিদেশি উন্নতমানের টাইলসের বিভিন্ন রঙের টুকরা দিয়ে ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। চারজন সহযোগী নিয়ে দেড়মাস ধরে এর নির্মাণকাজ করছেন তিনি। এটি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল এবং এর আগে এত বড় ম্যুরাল অন্য কোথাও নির্মিত হয়নি।
|
|
|
|
বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত কলেজছাত্র দাউদ ইব্রাহীম ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। পাশাপাশি হামলাকারীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। গতকাল রোববার দুপুর ১২টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দাউদ ইব্রাহীম মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচর গ্রামের ব্যাপারী বাড়ির মো. মাহবুব আলমের ছেলে এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথমবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী। লিখিত বক্তব্যে দাউদ ইব্রাহীম বলেন, এপ্রিল মাসে আমার বোন সাত মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অসুস্থ হন। বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতাল তাকে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে ২৭ এপ্রিল বোনকে স্বামীর বাড়ি ভোলা সদর কালিবাড়ি রোড সংলগ্ন বাসায় পৌঁছে দিয়ে আসি। ২৮ এপ্রিল ভোরে জানতে পারি গ্রামের বাড়িতে মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মায়ের অসুস্থতার কথা শুনে বাড়ির উদ্দেশ্য রওনা দেই। ভোলা থেকে মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া ঘাটে আসি। সেখান থেকে বাড়ি যেতে ট্রলারে উঠি। সকাল ৯টার দিকে ট্রলার থেকে দেখতে পাই শ্রীপুর ইউনিয়নের লঞ্চঘাটের একটু আগে কয়েকজন লোক লাঠি, পাইপ, রড ও রামদা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা যাত্রীবাহী ট্রলারটি থামিয়ে আমাকে মারধর করে। হামলাকারীদের বারবার বলেছি, আমার মা অসুস্থ। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারা আমার কথা শোনেনি। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে লাঠি, লোহার রড ও পাইপ দিয়ে আঘাত করতে থাকে তারা। এতে জ্ঞান হারিয়ে ফেলি আমি। পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। অনেক কষ্টে লেখাপড়া করছি। চিকিৎসার জন্য অনেক টাকা দেনা হয়েছি। চিকিৎসাসহ সবকিছু মিলিয়ে আমার ৪৩ হাজার ৫৮০ টাকা ব্যয় হয়েছে। সুস্থ হয়ে জনপ্রতিনিধিদের জানিয়েও এর ঘটনার বিচার পাইনি। ৩১ আগস্ট ডাকযোগে হিজলা-মেহেন্দিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, পুলিশের আইজিপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-৮ ও মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত অভিযোগ পাঠিয়েছি। কিন্তু এখন পর্যন্ত সুবিচার পাইনি। উপায় না পেয়ে ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করছি। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ওসি আবিদুর রহমান বলেন, দাউদ ইব্রাহীমের অভিযোগ পাইনি। ২৮ এপ্রিল শ্রীপুর ইউনিয়নের লঞ্চঘাটে হামলার ঘটনায় মিজানুর রহমান মামলা করেছেন। মামলায় হামলার কার জমি সংক্রান্ত বিরোধ বলে উল্লেখ করা হয়েছে। ওই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।
|
|
|
|
হোসাইন রুবেল, ভোলা : জনগণের জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ভোলার দৌলতখানের মধ্য জয়নগরের দুইবারের সফল চেয়ারম্যান মো. ইয়াছিন লিটন। তবে সত্য যে, জয়নগর ইউনিয়নে বিগত চেয়ারম্যানদের আমলে চোখে পড়ার মত তেমন কোন উন্নয়নমূলক কাজ হয়নি, যা ইয়াছিন লিটন তার আমলে করতে সক্ষম হয়েছেন। দেশের এই মহামারির সময় তিনি সরকারের সকল ত্রাণ তার নিজ হাতে দলমত নির্বিশেষে গরীব, এতিম, অসহায়, দুস্থদের মাঝে সঠিকভাবে বন্টণ করেন। শুধু তাই নয়, এই মহামারীতে ব্যক্তিগতভাবে যখন যা পেরেছেন মানুষকে সাহায্য করছেন। এমনিভাবে এখনো প্রতিনিয়ত যখন যা পারছেন মানুষকে তার সামর্থ অনুযায়ী করে চলেছেন বলে জানা যায়। আলাপ কালে চেয়ারম্যান মো. ইয়াছিন লিটন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সকল বিত্তবানরা অতীতের সকল বিবেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে সকল গরীব, এতিম, অসহায়দের সাহায্য করে তাদের কষ্ট কিছুটা লাগব করে। কারণ গরীবদের খেদমত করার জন্যই আল্লাহ আমাদের ওনাদের প্রতিনিধি বানিয়েছে। আর তাছাড়া মানব সেবা বড় মহৎ কাজ। সেই কথাটি মনে রেখে একজন সাধারণ মানুষ হিসেবে আমার আপনার সকল বিত্তবানদের দায়িত্ব হল মানুষকে সাহায্য করা। তাই আমি আমার নৈতিক দায়িত্ব মনে করে আমার সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো শুধু চেয়ারম্যান হিসেবে নয়, মানুষের নৈতিক দায়িত্ব হিসেবে এভাবেই বিপদে সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উপকার করার চেষ্টা করবো।
|
|
|
|
এস,এম রিয়াজ মাহমুদ মিঠু, ভাণ্ডারিয়া : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় রসালো মালটা চাষ করে স্বাবলম্বী হয়েছেন জাকির হোসেন ও আবু হোসেন। বিষ মুক্ত (রাসায়নিক সার মুক্ত) এবং খেতে সুস্বাদু হওয়ায় ভাণ্ডারিয়াও পাশ্ববতী জেলায় এই মালটার কদরও বাড়ছে। তাদের সফলতা দেখে এলাকার অনেকেই মালটা চাষে আগ্রহী হয়েছেন। সরেজমিন দেখে যায়, তার মালটা বাগানদুটো সবুজের হাতছানি। তাদের খামারে মালটার ভারে নুয়ে পড়েছে গাছগুলো। ঝুলে আছে অসংখ্য মালটা। খুলনা ও ঢাকা থেকে পাইকার এসে মাল্টা ক্রয় করছেন। মাল্টার পাশাপাশি তাদের খামারে কলা, আদা, হলুদ, করল্লা, ঢেরশ বিভিন্ন সবজি থাকলেও বেশি লাভবান হচ্ছেন মালটা চাষে। জানা যায়, ২০১৭ সালে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ী ইউনিয়নের আতরখালী গ্রামের মৃত আব্দুল জব্বার হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন ১০ একর জমির ৩শত বারি-১ জাতের মাল্টা গাছ রোপন করে প্রর্দশনী বাগান শুর করে ছিলেন। বর্তমানে তার খামানের রয়েছে ৭শত মাল্টা গাছ। পাশা পাশি আদা, হলুদ, পুঁইশাক, করল্লা, ঢেরশ বিভিন্ন ধরনের সবজি চাষ করেন তিনি জানান, মাল্টা চাষে লাভ বেশী। কৃষক জাকিরআরও জানান, বেকার অবস্থায় বিদেশ যাওয়ার জন্য মনোনিবেশ করেছিলাম কিন্তু ভাগ্য সহায় না হওয়ার কারনে বিদেশ যাত্রা বাতিল হয়। প্রথমে কলা চাষ শুরু করি কিন্তু বন্যার কারনে লোকসানেরসম্মুখীন হই। পরবর্তীতে এলাকার একজন শিক্ষকের পরামর্শে মাল্টা চাষে উদ্বুদ্ধ হই। প্রথম বছরে ইতি মধ্যে ১০০ মন মাল্টা ঢাকায় পাইকারী বাজার বাদামতলী আড়তদার মো. ইদ্রিস মিয়ার এর কাছে বিক্রি করেছি। এই বাগানের মাল্টা স্বাদে খুব মিষ্টি ও আকারে বড় হওয়ার কারনে আবারো তিনি ঢাকা থেকে এসেছেন বাগানের সব মাল্টার অগ্রিম বায়না করতে। জাকির হোসেন আরো জানান, এই বাগান তৈরীতে এ পর্যন্ত তার খরচ হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। প্রথমবার বিক্রি হয় ৩ লক্ষ ৬০ হাজার টাকার মাল্টা আরো ৪শ মন মাল্টা বিক্রি করা যাবে বলে তিনি আশা করেন। যার বাজার মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার টাকা। এদিকে, তার চাচাতো ভাই আবু হোসেন ২ একর জমির উপরে তার মালটা বাগান করেন। এই বাগানে বারি মালটা-১ প্রজাতির ৩শটি গাছ রোপন করেন। তার খামারেও প্রচুর পরিমানে মাল্টা ধরেছে। খুলনার ভাই ভাই ফল ভাণ্ডারের মালিক (পাইকার) মো. রুহুল আমিন তার খামারে মাল্টা কিনতে এসেছেন।ওই আবু হোসেনের কাছ থেকে ৫০ মন মাল্টা ক্রয় করেন তিনি। পাইকার রুহুল আমিন জানান, এই মালটা রাসায়নিক, কেমিক্যাল ও ফরমালিনমুক্ত রসালো। অত্যন্ত সুস্বাদু হওয়ায় খুচরা ক্রেতারা খুবই আগ্রহের সঙ্গে মাল্টা ক্রয় করেন। তবে আমদানি করা মালটার চেয়ে দামেও কম। সে এ মাল্টা ৮০- ৯০ টাকা কেজি দরে ক্রয় করে খুলনায় ১শ২০ টাকা দরে বিক্রি করেন। সেখানে এই মল্টার অনেক চাহিদা রয়েছে খামারী যত খুশি তাদের কাছে বিক্রি করতে পারেন। তাদের দেখাদেখি শিক্ষক হারুন অর-রশিদ সহ অনেক বেকার যুবক এই মাল্টা চাষে আগ্রহী হয়ে পড়েছেন। আশ করা যাচ্ছে আগামী দুই এক বছরের মধ্যে পুরো গ্রাম মাল্টা গ্রামে পরিনত হবে। তাদের অনুসরণ করে যারা মালটা চাষ করছে তাদের পরামর্শ এবং চারা দিয়ে সহযোগিতা দিচ্ছেন এই দুই কৃষক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম নবীন, উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ আবদুল্লাহ-আল-মামুন মাল্টা বাগান পরির্দশনে যান। বাগানে ঝুলে থাকা মাল্টা দেখে অভিভূত হন। কৃষি বিভাগ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বস্ত করেন তারা।
|
|
|
|
বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দীগঞ্জ থানার মল্লিকপুর ও বাবুগঞ্জ লঞ্চঘাট এলাকায় চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক তিনজনকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার দিবাগত রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কালিগঞ্জ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে চাঁদাবাজ চক্রের অন্যতম মূল হোতা মো. মামুন (৩০) এবং তার সহযোগী মো. মাসুম সরদার (১৯) ও মো. রাসেল মাঝি (১৬) কে চাঁদার ১ হাজার ২ শত নগদ টাকা ও ৩টি মোবাইল ফোনসহ হাতে নাতে আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে।
|
|
|
|
আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার বাগধা ইউনিয়নে দক্ষিণ আস্কর গ্রামে মৃত-হরিহর অধিকারীর পুত্র পরিমল অধিকারী (৫৫) দখলিয় জায়গার গাছ কাটতে গেলে একই বাড়ির মৃত- বিবেকানন্দ অধিকারীর মৃতুঞ্জয় অধিকারী (৪৫) সঞ্জয় অধিকারী (৪০) অর্জুন অধিকারী (৩৫) গাছ কাটতে বাঁধা দিয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে গত শুক্রবার পরিমল অধিকারীর ঘরে ঢুকে তাকে মারধর করে আহত করে। আহত পরিমলের ডাকচিৎকার শুনে প্রতিবেশি লোকজন ছুটে এসে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এ ঘটনায় আহত পরিমল অধিকারী আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, অসহায় পরিমল তার রেকর্ডীয় সম্পত্তির গাছ কাটার জন্য আমার কাছে বললে আমি তাকে গাছ কেটে নেবার জন্য অনুমতি দিয়েছি। প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবত অসহায় পরিমলের উপরে বিভিন্ন রকম অন্যায় অবিচার করে আসছে।
|
|
|
|
হোসাইন রুবেল, ভোলা : ভোলায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬২ জন। সোমবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসকল তথ্য নিশ্চিত করেছে। সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ভোলায় মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করে ভোলা সদর হাসপাতালে সদ্য স্থাপিত পিসিআর ল্যাবে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। এতে জেলায় মোট ৭ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৩ জন, লালমোহন উপজেলায় ২ জন ও চরফ্যাশন উপজেলায় ২ জন রয়েছে। এছাড়া জেলায় মোট ২৬ জনের করোনা নেগেটিভ আসে। সিভিল সার্জন সূত্রে আরও জানা যায়, এ পর্যন্ত জেলায় মোট ৫৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন এদের মধ্যে সদর উপজেলায় ২৭২ জন, দৌলতখান উপজেলায় ৪২ জন, বোরহানউদ্দিন উপজেলায় ৭৩ জন, লালমোহন উপজেলায় ৬২ জন, চরফ্যাশন উপজেলায় ৪৯ জন, তজুমদ্দিন উপজেলায় ৪০ জন ও মনপুরা উপজেলায় ৩২ জন রয়েছেন। এছাড়া জেলায় মোট ৮৬ জন করোনা আক্রান্ত রোগী নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে এবং প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হয়। এদের মধ্যে সদর উপজেলায় ২ জন, লালমোহন উপজেলায় ২ জন ও চরফ্যাশন উপজেলায় ২ জনের মৃত্যু হয়।
|
|
|
|
আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত হয়েছেন একজন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহত ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের বিভুতি হালদারের পুত্র গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ মহা বিদ্যালয়ের অনার্স দ্বিতীয বর্ষের ছাত্র সৌমিক হালদার(১৯) এর সাথে একই এলাকার বিকাশ পান্ডের পুত্র বিবেক পান্ডের সাথে দীর্ঘদিন যাবত জমি সক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার দিবাগত রাতে বাসার সামন থেকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। এরপর অর্তকিত হামলা চালিয়ে সৌমিক হালদারকে আহত করে। আহতের ডাক-চিৎকার শুনে সৌমিকের মা এগিয়ে আসলে তাদেরকে খুন করার কথা বলে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় সৌমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আহতের মা বাদী হয়ে মঙ্গলবার আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় আহতের মা সূচিত্রা রানী বালা জানান, বিবেক পান্ডের সাথে দীর্ঘদিন যাবত জমি সক্রান্ত বিরোধ চলে আসছে। তাদের বিরুদ্ধে মামলা করায় তার ছেলেকে ডেকে নিয়ে মারধর করা হয়েছে।
|
|
|
|
হোসাইন রুবেল, ভোলা : জনগণের জন্য কিছু করতে পারলে মনে তৃপ্তি পাই। এমনটিই বললেন, মানবতার সেবায় দীর্ঘ পনেরো বছর কাচিয়াসহ ভোলার মানুষের জন্য দিন-রাত খেটে যাওয়া কাচিয়ার চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম নকীব। মহামারি করোনাকালীন সময়ে তিনি ব্যক্তিগত তরফ থেকে প্রথম ধাপে ৫৫০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেয়াইজ, ১ কেজি ডাল ও একটি করে লাক্স সাবান বিতরণ করেন। এছাড়াও তিনি ৫মে ভোলার খেয়াঘাটে বিআইডব্লিউটির অফিসে ১০৪ জনকে ২০০০ করে টাকা বিতরণ করেন। দ্বিতীয় ধাপে আবার ৭মে ১০০০ টাকা করে ২০০ পরিবারের মাঝে বিতরণ করেন। আলাপকালে তিনি বলেন, দেশে যে মহামারী বিপদ চলছে তা কারো একার পক্ষে সামাল দেয়া সম্ভব না। তাই এখন আমরা প্রত্যেকে যার-যার জায়গা থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিলে দ্রুত সমাধান করতে পারবো ইনশাআল্লাহ তিনি আরও বলেন, সব সময় মনে রাখবেন গরীব, দু:খী ও মেহনতী মানুষের খেদমত করার জন্যই আল্লাহ আমাদের জনগণের প্রতিনিধি বানিয়েছে। তাছাড়া মানব সেবা বড় মহৎ কাজ সেই আর্দশিক কথাটি মনে রেখে চেয়ারম্যান হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে বিপদের দিন মানুষকে সাহায্য করা। তাই আমি আমার নৈতিক দায়িত্ব মনে করে আমার সামর্থ অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি।
|
|
|
|
ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে একুশে আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্স বক্তৃতায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, একুশে আগস্টের মতো ইতিহাসের জঘন্য রাজনৈতিক হত্যাকান্ডের মূল হোতা তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে সজাগ থাকতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, যুবলীগ সভাপতি শহীদুল্লাহ কিরন, জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুল ইসলাম, চপল রায়, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, সাধারণ সম্পাদক মো. রাসেল প্রমুখ।
|
|
|
|
আগৈলঝাড়া প্রতিনিধি : ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বর্বোরোচিত গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামীদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন শেষে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, নিখিল সমদ্দার, জসীম সরদার, বাগধা ইউপি চেয়ারম্যান, আমিনুল ইসলামবাবুল ভাট্টি, রাজিহার ইউপি চেয়ারম্যান, ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান, বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অমিয় লাল চৌধুরী, সহিদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত। ২১ আগষ্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় চালানো গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে ওই সময়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন নেতৃবৃন্দ। পরে ২১আগষ্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।
|
|
|
|
|
|
|