অনুমোদন পেলো ইবি বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটি
- আপডেট সময় : ০৬:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
অনুমোদন পেলো ইবি বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের নতুন আহবায়ক কমিটির অনুমোদনের দেওয়া হয়েছে। এতে ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরেফিনকে আহবায়ক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (৩ জুন) কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ.ব.ম ফারুক ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান। কমিটির সদস্যরা হলেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মো: মামুনুর রহমান, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, অধ্যাপক ড. মো: ইব্রাহিম আব্দুল্লাহ, অধ্যাপক ড. মো: রবিউল হোসেন,
অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, অধ্যাপক ড. তপন কুমার রায়, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সাদাত, অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ-আল-মাসুদ, অধ্যাপক ড. মোঃ রকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, সহযোগী অধ্যাপক মো: সাজ্জাদ হোসেন জাহিদ, সহযোগী অধ্যাপক ড. লিটন বরুণ সিকদার, সহকারী অধ্যাপক মো: রফিকুল ইসলাম,
সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. মো: মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো: রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক এম, এম, নাসিমুজ্জামান, সহকারী অধ্যাপক সাহিদা আখতার, প্রভাষক মো: ইমতিয়াজ ইসলাম এবং প্রভাষক অনিন্দিতা হাবিব প্রমুখ।
সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দীর্ঘদিনের আদর্শিক শিক্ষকদের বিভাজন একীভূত করে আহবায়ক কমিটি গঠন করায় গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় কেন্দ্রীয় কমিটি ও ইবি শিক্ষকদের প্রত্যাশিত আদর্শিক কর্মকান্ড পরিচালনা করতে আমরা সামর্থ্য হবো।