অন্তর্বর্তীকালীন সরকারকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
- আপডেট সময় : ০৯:০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে চলে গেছেন। তার চলে যাবার তিন দিনের মাথায় গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্ব দিচ্ছেন, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মোদি বলেছেন, নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ড. ইউনূসের প্রতি আমার শুভেচ্ছা। আমরা আশা করি (বাংলাদেশে) স্থিতিশীলতা ফিরবে, হিন্দু ধর্মাবলম্বীসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি আরও বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি, উভয় দেশের নাগরিকের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্খার প্রতি বদ্ধপরিকর।