অবচেতন অবস্থা এমপি আজিমের সঙ্গে খুনের আপত্তিকর ছবি তোলে
- আপডেট সময় : ০১:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে
অপরাধ বিশেষজ্ঞদের বিশ্লেষণে বলা হয়, আলোচিত কোন অপরাধ কর্মকান্ডের পেছনে কোন নারীর সংশ্লিষ্টরা থাকে। অতি সম্প্রতি ভারতের কলকাতায় খুন হওয়া বাংলাদেশের ঝিনাইদ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বেলায়ও তাই হয়েছে।
শিলাস্তি নামের এক তরুণীকে টোপ হিসাবে ব্যবহার করে এমপি আজিমকে ডেকে নিয়ে কুন করা হয়। তার আগে হত্যার নেপথ্যে যাকে চিহ্নিত এবং তথ্য মিলেছে সেই আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে কলকাতায় উড়ে যায়।
আজিম হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের বান্ধবী শিলাস্তি রহমান ওরফে সেলেনিস্কির সঙ্গে আপত্তিকর ছবি তুলে রাখে খুনিরা। এমন তথ্য এসেছে পুলিশের হাতে। তবে শিলাস্তি ওরফে সেলেনিস্কি যে অপরাধ জগতে হাত পাকিয়েছে, তা তার নামের বাহারেই বোঝা যায়।
আজিম হত্যার পরিকল্পনা কতটা ভয়ানক, তা বুঝতে কষ্ট হবার নয়। হত্যার আগে ফ্ল্যাটে ক্লোরোফর্ম (চেতনানাশক) ছড়িয়ে দিয়ে অচেতন করা হয় এমপি আনোয়ারুল আজিমকে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
এসব অস্বীকার করেছেন অভিযুক্ত শিলাস্তি রহমান। তিনি শুক্রবার (২৪ মে) আদালতেও বলেন, আমি কিছুই জানি না। দাগি অপরাধী যেমন আচরণ করে থাকে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের খবর, কলকাতায় সফল হত্যা মিশন চালানোর পর ঢাকায় ফেরেন এবং বন্ধু শাহীনের ফ্ল্যাটে পার্টিতেও অংশ নেন তিনি। কতটা ঠান্ডা মাথার খুনি হলে এমনটি সম্ভব!
তদন্ত সূত্র বলছে, এমপি আজিমকে অবচেতন করার পর তিনতলা থেকে শিলাস্তি নিচে নামিয়ে আনা হয় এবং সেই অবস্থায় আপত্তিকর ছবি তোলা হয়। এরপর ওপরের তলায় চলে যান। ব্লিচিং পাউডারের গন্ধ পেয়ে নিচে নেমে আসেন। খুনের বিষয়টি বুঝতে পেরে ফ্ল্যাট থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর এলাকার একটি হোটেলে অবস্থান করেন এবং সেখান থেকে প্রধান কিলার আমানুল্লাহর সঙ্গে ঢাকায় ফেরেন। আসামীদের ৮ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা।