সংবাদ শিরোনাম ::   
                            
                            অর্থকন্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত পপুলারের এমডি বি এম ইউসুফ আলী
																
								
							
                                
                              							  মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা শরীয়তপুর									
								
                                
                                - আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে
 
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী কে ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি সাপ্তাহিক অর্থকন্ঠ পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর হোটেল শেরাটনে ২০ জন ব্যবসায়ীকে অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্স্টেনস এবং ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদুপুই। সভাপতিত্ব করেন অর্থকন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক এনামুল হক এনাম। অনুষ্ঠানে পপুলার লাইফের মাধ্যমে বীমা খাতে বিশেষ অবদান রাখায় ইন্স্যুরেন্স পার্সনালিটি অফ দ্যা ইয়ার হিসেবে বি এম ইউসুফ আলীকে অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ প্রদান করা হয়।
							
                            
																			
















