ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

অস্থিরতার অবসান: আশুলিয়া শিল্পাঞ্চলে সুবাতাস

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

প্রতিটি শিল্পকারখানায় কর্মীদের নিয়ম মাফিক উপস্থিতি। হাসিখুশি মুখে কাজ করছেন শ্রমিকরা। সকাল থেকেই দীর্ঘ লাইন দিয়ে প্রতিটি গার্মেন্টে প্রবেশ করছেন তারা। শ্রমিকদের সরব উপস্থিতিতে আশুলিয়া শিল্পাঞ্চলে বইছে সুবাতাস।

সপ্তাহ দু’য়েক আগে হঠাৎ অস্থিরতা দেখা গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চল ঘিরে। অভিযোগ রয়েছে, স্থানীয় এবং বিদেশি ষড়যন্ত্রের কারণে এই অস্থিরতা দেখা দেয়। পরে কয়েক দফা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, পোশাক তৈরি প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধান আসে।

মাত্র ২২টি পোশাক কারখানা বাদে সব পোশাক কারখানায় আনন্দমুখর পরিবেশে উৎপাদনে অংশ নিয়েছেন পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এসব তথ্য জানান, শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিক অসন্তোষ চলাকালীন গত সপ্তাহের বিভিন্ন সময় সর্বোচ্চ ৮৬টি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করা হয় ১৩৩ টি পোশাক কারখানা। যার মধ্যে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছে প্রায় সকল কারখানা।

এই ধারায় বন্ধ রয়েছে মাত্র ১৬ টি কারখানা। এছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা ১৩৩ পোশাক কারখানার মধ্যে ১২৭ টি পোশাক কারখানায় উৎপাদন চলছে পুরোদমে। আজ মাত্র ছয়টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ শিল্পাঞ্চলে কর্মচঞ্চলতা ফিরে এসেছে। প্রায় সকল কারখানায় উৎপাদন চলছে। ১৬ টি কারখানা বন্ধ রয়েছে, যা গত সপ্তাহের বিভিন্ন সময় বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এসব কারখানাগুলোতেও দ্রুত উৎপাদন শুরু হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্থিরতার অবসান: আশুলিয়া শিল্পাঞ্চলে সুবাতাস

আপডেট সময় :

 

প্রতিটি শিল্পকারখানায় কর্মীদের নিয়ম মাফিক উপস্থিতি। হাসিখুশি মুখে কাজ করছেন শ্রমিকরা। সকাল থেকেই দীর্ঘ লাইন দিয়ে প্রতিটি গার্মেন্টে প্রবেশ করছেন তারা। শ্রমিকদের সরব উপস্থিতিতে আশুলিয়া শিল্পাঞ্চলে বইছে সুবাতাস।

সপ্তাহ দু’য়েক আগে হঠাৎ অস্থিরতা দেখা গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চল ঘিরে। অভিযোগ রয়েছে, স্থানীয় এবং বিদেশি ষড়যন্ত্রের কারণে এই অস্থিরতা দেখা দেয়। পরে কয়েক দফা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, পোশাক তৈরি প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধান আসে।

মাত্র ২২টি পোশাক কারখানা বাদে সব পোশাক কারখানায় আনন্দমুখর পরিবেশে উৎপাদনে অংশ নিয়েছেন পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এসব তথ্য জানান, শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিক অসন্তোষ চলাকালীন গত সপ্তাহের বিভিন্ন সময় সর্বোচ্চ ৮৬টি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করা হয় ১৩৩ টি পোশাক কারখানা। যার মধ্যে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছে প্রায় সকল কারখানা।

এই ধারায় বন্ধ রয়েছে মাত্র ১৬ টি কারখানা। এছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা ১৩৩ পোশাক কারখানার মধ্যে ১২৭ টি পোশাক কারখানায় উৎপাদন চলছে পুরোদমে। আজ মাত্র ছয়টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ শিল্পাঞ্চলে কর্মচঞ্চলতা ফিরে এসেছে। প্রায় সকল কারখানায় উৎপাদন চলছে। ১৬ টি কারখানা বন্ধ রয়েছে, যা গত সপ্তাহের বিভিন্ন সময় বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এসব কারখানাগুলোতেও দ্রুত উৎপাদন শুরু হবে।