অ্যাম্বুলেন্সে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
নোয়াখালী বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের এম্বুলেন্সে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোনাইমুড়ী পৌর এলাকার এক রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন হয়। গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মুখপাত্র জহিরুল ইসলাম বলেন,নোয়াখালী বিভাগ আন্দোলন অনেক বছর থেকে চলছে। আমাদের আন্দোলন থামবে না। সর্বস্তরের জনসাধারণ আন্দোলনে এসেছে। নোয়াখালী বাসী ঐক্যবদ্ধ। বিভাগ নিয়ে ফিরব আমরা ইনশাআল্লাহ।
তিনি আরো জানান, গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে সোনাইমুড়ীর উলুপাড়া গ্রাম থেকে সখিনা আক্তার (৯০)রোগীকে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে ডাক্তার ওই রোগীকে মৃত ঘোষণা করে। হাসপাতাল থেকে বাহির হলে কতিপয় দুর্বৃত্তরা ওই অ্যাম্বুলেন্সে হামলা চালায়। এ সময়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সোহাগ স্বেচ্ছাসেবী নূর হোসেন ও ফজলে রাব্বিকে মারধর করে। দুর্বৃত্তরা নোয়াখালী বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে লাশবাহী গাড়িতে হামলা চালিয়ে মারধর করে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। তিনি এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।




















