সংবাদ শিরোনাম ::
আইন শৃঙ্খলা পরিস্হিতির দ্রুত উন্নয়নের দাবীতে সুজনের মানববন্ধন

এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
গত ২রা মার্চ -২০২৫ ইং রবিবার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানের দাবীতে ফেনীতে সুশাসনের জন্য নাগরিক সুজনের মানববন্ধন দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মোরশেদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সদস্য ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, অতিরিক্ত জিপি মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, দাগনভূঞা উপজেলা সভাপতি সাংবাদিক আবু তাহের, সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ এম. মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হায়দার মানিক, পৌর কমিটির সাধারণ সম্পাদক ইমন উল হক, ছাগলনাইয়া উপজেলা সভাপতি কামরুল হাসান লিটন, ফুলগাজী উপজেলা সভাপতি কবির আহমেদ নাছির, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, এডভোকেট কামরুজ্জামান প্রমুখ।
এছাড়া জেলা কমিটির কোষাধ্যক্ষ খোরশেদ আলম বাবলু, সোনাগাজী উপজেলা সভাপতি সাংবাদিক শেখ আবদুল হান্নান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সদর উপজেলা কমিটির যুগ্ম-সম্পাদক সাংবাদিক নুর উল্যাহ কায়সার, প্রচার সম্পাদক আজিজ আল ফয়সাল, দপ্তর সম্পাদক আবরার হোসেন চৌধুরী সহ সুজনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।