ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

আওয়ামী লীগ নেতা বড় মনির বিরুদ্ধে ফের ধর্ষণ মামলা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া ওরফে বড় মনি ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ফের ঢাকার তুরাগ থানায় মামলা ঠুকেছেন এক তরুণী। মামলাটি শনিবার রেকর্ড করা হয়েছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

শুক্রবার রাতে জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে তুরাগ থানা এলাকার প্রিয়াংকা সিটি আবাসিক এলাকায় বড় মনির ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাকে অস্ত্রের মুখে সেই বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বড় মনি ঘটনাস্থল পালিয়ে যাবার কথা জানায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান জানান, টাঙ্গাইলের গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

ভুক্তভোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত নেমেছে পুলিশ।

এর আগে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে গত বছরের ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় মামলা হয় গোলাম কিবরিয়ার ওরফে বড় মনির বিরুদ্ধে। এর ৮ মাস পর গত বছরের ১৮ নভেম্বর মাসে ধর্ষণ মামলার বাদী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোলাম কিবরিয়া টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনি’র বড় ভাই। গোলাম কিবরিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নেতা বড় মনির বিরুদ্ধে ফের ধর্ষণ মামলা

আপডেট সময় : ০৯:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

 

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ফের ঢাকার তুরাগ থানায় মামলা ঠুকেছেন এক তরুণী। মামলাটি শনিবার রেকর্ড করা হয়েছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

শুক্রবার রাতে জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে তুরাগ থানা এলাকার প্রিয়াংকা সিটি আবাসিক এলাকায় বড় মনির ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাকে অস্ত্রের মুখে সেই বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বড় মনি ঘটনাস্থল পালিয়ে যাবার কথা জানায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান জানান, টাঙ্গাইলের গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

ভুক্তভোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত নেমেছে পুলিশ।

এর আগে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে গত বছরের ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় মামলা হয় গোলাম কিবরিয়ার ওরফে বড় মনির বিরুদ্ধে। এর ৮ মাস পর গত বছরের ১৮ নভেম্বর মাসে ধর্ষণ মামলার বাদী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোলাম কিবরিয়া টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনি’র বড় ভাই। গোলাম কিবরিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব।