ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক

ব্রহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সাময়িক উত্তেজনার পর স্বাভাবিক হয়ে অবস্থায় ফিরে এসেছে উভয় দেশের স্থলবন্দর কার্যক্রম। সেই স্বাভাবিক হয়ে আসছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। বুধবার মাছ ও অন্যান্য পণ্যবাহী ২৪ টি ট্রাক আখাউড়া স্থল বন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেছে।

আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর সূত্রের খবর, বেলা ২টা পর্যন্ত আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ৬৯ জন পর্যটক ভারতে পৌছে। যার ৪৭ জন ভারতীয় এবং ২২ জন বাংলাদেশী নাগরিক। একই সময় আগরতলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৫১ জন। ১৩টি ট্রাকে করে ১২০ মেট্রিক টন মাছ ভারতে রপ্তানী হয়েছে। মশারি, সিমেন্ট ও অন্যান্য পন্যের আরও ১১ ট্রাক ভারতের আগরতলায় পৌছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, মাছ ও অন্যান্য পণ্য বোঝাই ২৪টি ট্রাক ভারতে পৌছে। ভারত থেকে কোনপণ্য আমদানী হয়নি।

বন্দরের পরিবেশ স্বাভাবিক। আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও যাত্রী পারাপার ছিল খুবই কম। এর আগে, সোমবার আগরলতায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সেদেশের একটি হিন্দু সংগঠনের সদস্যরা হামলা চালায় এবং মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ করে স্থানীয়রা। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এমন অভিযোগ করে এনে বিক্ষোভ দেখায় ভারতীয় নাগরিকরা। বাংলাদেশীদের জন্য বন্ধ করে দেয় হোটেল সেবা। উভয় দেশের সীমান্তে বৃদ্ধি করা হয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে আখাউড়া স্থলবন্দর ও চেকপোষ্টে উত্তেজনা ছড়ায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক

আপডেট সময় : ০৭:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

 

সাময়িক উত্তেজনার পর স্বাভাবিক হয়ে অবস্থায় ফিরে এসেছে উভয় দেশের স্থলবন্দর কার্যক্রম। সেই স্বাভাবিক হয়ে আসছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। বুধবার মাছ ও অন্যান্য পণ্যবাহী ২৪ টি ট্রাক আখাউড়া স্থল বন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেছে।

আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর সূত্রের খবর, বেলা ২টা পর্যন্ত আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ৬৯ জন পর্যটক ভারতে পৌছে। যার ৪৭ জন ভারতীয় এবং ২২ জন বাংলাদেশী নাগরিক। একই সময় আগরতলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৫১ জন। ১৩টি ট্রাকে করে ১২০ মেট্রিক টন মাছ ভারতে রপ্তানী হয়েছে। মশারি, সিমেন্ট ও অন্যান্য পন্যের আরও ১১ ট্রাক ভারতের আগরতলায় পৌছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, মাছ ও অন্যান্য পণ্য বোঝাই ২৪টি ট্রাক ভারতে পৌছে। ভারত থেকে কোনপণ্য আমদানী হয়নি।

বন্দরের পরিবেশ স্বাভাবিক। আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও যাত্রী পারাপার ছিল খুবই কম। এর আগে, সোমবার আগরলতায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সেদেশের একটি হিন্দু সংগঠনের সদস্যরা হামলা চালায় এবং মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ করে স্থানীয়রা। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এমন অভিযোগ করে এনে বিক্ষোভ দেখায় ভারতীয় নাগরিকরা। বাংলাদেশীদের জন্য বন্ধ করে দেয় হোটেল সেবা। উভয় দেশের সীমান্তে বৃদ্ধি করা হয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে আখাউড়া স্থলবন্দর ও চেকপোষ্টে উত্তেজনা ছড়ায়।