নওগাঁ পৌরসভা কর নির্ধারণ
আগে সেবা, পরে কর আদায়
- আপডেট সময় : ১৭০ বার পড়া হয়েছে
নওগাঁ পৌরসভার কর নির্ধারণ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং এ সম্পর্কে জনগণকে অবহিত করতে এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই ২০২৫ গতকাল বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে পৌরসভা সভাকক্ষে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার প্রশাসক এবং উপ-পরিচালক (স্থানীয় সরকার) টি.এম.এ. মমিন। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়া পৌরসভার অন্যান্য কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নাগরিক সেবার মান উন্নয়ন এবং পৌর এলাকার অবকাঠামো উন্নয়নের স্বার্থে কর আদায়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবার মতামত ও অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কর নির্ধারণ করা হয়েছে। তারা জানান, পৌরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক সেবা প্রদান এবং পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কর আদায় অত্যাবশ্যক।
সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পৌরসভার সেবার মান নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন, ‘নওগাঁ পৌর এলাকায় রাস্তাঘাট, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, স্ট্রিট লাইট, জলাবদ্ধতা নিরসনসহ মৌলিক নাগরিক সেবার চরম সংকট বিরাজ করছে। এসব সমস্যার সমাধান ছাড়া শুধু কর বাড়ানো জনবান্ধব হবে না।’
সাংবাদিকরা আরও বলেন, “কর নির্ধারণের আগে সেবা সংস্কার নিশ্চিত করতে হবে। পৌর এলাকার পাড়া-মহল্লায় ময়লা অপসারণ, ট্রেন ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা (লাইভ গার্বেজ সিস্টেম) চালু করতে হবে।” তারা নাগরিক ভোগান্তি দূর না করে কর বৃদ্ধি করা অনৈতিক উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৌরসভা প্রশাসন জানায়, জনগণের মতামতের ভিত্তিতেই কর নির্ধারণ করা হয়েছে এবং আদায়কৃত রাজস্ব অর্থ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবার উন্নয়ন করা হবে। পৌর প্রশাসক টি.এম.এ. মমিন আশ্বস্ত করেন, প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে এবং পর্যায়ক্রমে পৌরসভার সামগ্রিক ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হবে।’
প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোঃ কামরুল হাসান জীবন (দৈনিক গণমুক্তি, এই বাংলা, দেশকাল টিভি), রাশেদুজ্জামান রাশেদ (এশিয়ান টিভি, জেলা প্রতিনিধি), ফেরদৌস ওয়াহিদ (নাগরিক ভাবনা), । এছাড়াও সময় টিভি, ইন্ডিপেনডেন্ট টিভি সহ অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কর নির্ধারণ ও নাগরিক সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও নাগরিক সেবা বৃদ্ধির জন্য কর আদায়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সকল নাগরিককে নিয়মিত কর পরিশোধের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।




















