সংবাদ শিরোনাম ::   
                            
                            আগৈলঝাড়ায় ইউপি সদস্যের অবৈধ উপায় মৎস চাষের অভিযোগ
 
																
								
							
                                
                              							  আগৈলঝাড়া প্রতিনিধি (বরিশাল)									
								
                                
                                - আপডেট সময় : ২৪২ বার পড়া হয়েছে
বরিশালে আগৈলঝাড়ায় রাজিহার ইউনিয়ন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সঞ্জয় রায়ের বিরুদ্ধে অবৈধ্য ভাবে মৎস চাষের অভিযোগ পাওয়া যায়। এলাকাবাসী জানায়, সঞ্জয় মেম্বর দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন যাবত খালের সাথে সংযুক্ত নিচু চাষাবাদ যোগ্য জমিতে পানি সরবারহ করার জন্য কোন ব্যবস্থা নারেখে বাধ দিয়ে মৎস চাষ করে আসছে।
কতিপায় জমির মালিক সাংবাদিকদের জানান মেম্বরকে (সঞ্জয়) মৎস চাষে বাধা দিলে সে কারো কথায় কর্ন পাত না করে এলাকার কিছু অসাধু লোকজনদের নিয়ে গায়ের জোরে মৎস চাষ করে আসছে। দেশি প্রজাতীর মাছের পোনা বংশ বিস্তারের জন্য এই ঘের বাধার সৃষ্টি
করছে।
স্থানীয় জমির মালিকগন ধান চাষে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। এ ব্যপারে স্থানীয় কৃষকেরা সঞ্জয়ের স্বেচ্ছাচারিতার হাত থেকে বাচার জন্য প্রসাশনের উর্ধ্বতন কর্মকতাদের দৃষ্টি কামনা করেন।
 
																			


















