আজ তাপমাত্রা ২ ডিগ্রি বাড়ার পূর্বাভাস
- আপডেট সময় : ০৩:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
শনিবার দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাতে তামাত্রা আরও বিস্তৃত হতে পারে।
দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তীব্রতা অনুভূত হচ্ছে। রোববার থেকে ঝড়-বৃষ্টি বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।
সোমবারও বৃষ্টি থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।