ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব শুরু Logo শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার Logo কেশবপুরের বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদে তালা Logo ত্রিশালে মানচিত্রের কান্না বইয়ের মোড়ক উন্মোচন Logo টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কক্সবাজার এর আহবায়ক কমিটি গঠিত Logo জয়পুরহাটে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধি-প্রতিবাদে মানববন্ধন Logo কেএম মামুন শুধু নবীনগর নয় কেন্দ্রীয় ভাবে আরো শক্তিশালী নেতা : কৃষিবিদ হাসান জারিফ তুহিন Logo চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাঝে বিআরটিএর চেক বিতরণ Logo বাগেরহাটে সাবেক এমপি শেখ হেলাল, তন্ময়, বাদশাসহ ৩৫ জনের নামে মামলা, সাবেক এসপি কারাগারে Logo বিশ্বানাথের দশঘর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহরে দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়য়িা প্রতনিধি
  • আপডেট সময় : ১২:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়য়িার আশুগঞ্জ সার কারখানায় সার উৎপাদনরে লক্ষ্যে প্রয়োজনীয় গ্যাস সরবরাহরে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবশে করেছে কারখানার শ্রমকি র্কমচারীরা। গত বুধবার (২২ জানুয়ার) সকালে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক র্কমচারীরা এ মনববন্ধন ও সমাবেশ করেন। সকাল ৮টা থেেক ২ঘন্টা র্পযন্ত প্রধান ফটক দিয়ে কারখানা থেেক সার সরবরাহ বন্ধ ছিল।

মানববন্ধন শেেষ প্রতবিাদ সমাবেেশ আশুগঞ্জ সার কারখানা শ্রমকি র্কমচারী ইউনয়িনরে সভাপতি মো. বজলুর রশদি এর সভাপতৎিবে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. আবু কাউসার এর সঞ্চালনায় বক্তব্য রাখনে আশুগঞ্জ সার কারখানা শ্রমকি র্কমচারী ইউনয়িনরে সিবিএ এর সনিয়ির সহ সভাপতি মোঃ আক্তার হোসনে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল বারকে, অফিসারস ওয়লেফার এসোসয়েশনের মো. জহরিুল ইসলাম, ডেপুটি চিফ ইঞ্জনিয়িার মো. আব্দুল হান্নান প্রমুখ। এ সময় এএফসিএল সিবিএর অন্যান্য র্কমর্কতা সহ র্সবস্তরের শ্রমিক, র্কমচারী ও র্কমর্কতাগণ উপ¯’তিত ছিলেন।

কারখানার শ্রমিক-র্কমচারীরা জানান, কারখানাটি বিগত ৯ মাস উৎপাদন বন্ধ থাকার পর ২০ জানুয়ারি থেেক কারখানা চালু করতে চাইলে প্রয়োজনীয় গ্যাসরে চাপ না থাকায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গছে। এতে প্রতিদিন প্রায় ২ কোটি টাকার আর্থিক ক্ষতি হ”ছ।কারখানার উৎপাদন বন্ধ থাকায় কারখানার যন্ত্রাংশ নষ্ট হয়ে যা”ছ। তাই কারখানাকে বাচাঁতে শ্রমিক-র্কমচারীগণ আন্দোলনে নেমেছেন। তাদরে এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনরে র্কমসূচি দেয়া হবে বলে জানয়িছেনে তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহরে দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ব্রাহ্মণবাড়য়িার আশুগঞ্জ সার কারখানায় সার উৎপাদনরে লক্ষ্যে প্রয়োজনীয় গ্যাস সরবরাহরে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবশে করেছে কারখানার শ্রমকি র্কমচারীরা। গত বুধবার (২২ জানুয়ার) সকালে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক র্কমচারীরা এ মনববন্ধন ও সমাবেশ করেন। সকাল ৮টা থেেক ২ঘন্টা র্পযন্ত প্রধান ফটক দিয়ে কারখানা থেেক সার সরবরাহ বন্ধ ছিল।

মানববন্ধন শেেষ প্রতবিাদ সমাবেেশ আশুগঞ্জ সার কারখানা শ্রমকি র্কমচারী ইউনয়িনরে সভাপতি মো. বজলুর রশদি এর সভাপতৎিবে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. আবু কাউসার এর সঞ্চালনায় বক্তব্য রাখনে আশুগঞ্জ সার কারখানা শ্রমকি র্কমচারী ইউনয়িনরে সিবিএ এর সনিয়ির সহ সভাপতি মোঃ আক্তার হোসনে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল বারকে, অফিসারস ওয়লেফার এসোসয়েশনের মো. জহরিুল ইসলাম, ডেপুটি চিফ ইঞ্জনিয়িার মো. আব্দুল হান্নান প্রমুখ। এ সময় এএফসিএল সিবিএর অন্যান্য র্কমর্কতা সহ র্সবস্তরের শ্রমিক, র্কমচারী ও র্কমর্কতাগণ উপ¯’তিত ছিলেন।

কারখানার শ্রমিক-র্কমচারীরা জানান, কারখানাটি বিগত ৯ মাস উৎপাদন বন্ধ থাকার পর ২০ জানুয়ারি থেেক কারখানা চালু করতে চাইলে প্রয়োজনীয় গ্যাসরে চাপ না থাকায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গছে। এতে প্রতিদিন প্রায় ২ কোটি টাকার আর্থিক ক্ষতি হ”ছ।কারখানার উৎপাদন বন্ধ থাকায় কারখানার যন্ত্রাংশ নষ্ট হয়ে যা”ছ। তাই কারখানাকে বাচাঁতে শ্রমিক-র্কমচারীগণ আন্দোলনে নেমেছেন। তাদরে এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনরে র্কমসূচি দেয়া হবে বলে জানয়িছেনে তারা।