আহত উৎসব মন্ডলের শয্যাপাশে হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ
- আপডেট সময় : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপুর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল হামলায় আহত উৎসব মন্ডলের শারীরিক অবস্থা দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান। খুলনায় ধর্ম অবমাননার অজুহাতে উন্মত্ত জনতার হামলার শিকার হন।
হিন্দু মহাজোট ও হিন্দু ছাত্র মহাজোটের নেতারা উৎসব মন্ডলের চিকিৎসার খোঁজখবর নেন। উৎসব মন্ডলের শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো। চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। সেনাবাহিনী তাকে ও তার পরিবারের নিরাপত্তা দিয়েছে।
তিনি এখন অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মুক্তির মতো। তারপরও তারা এটিকে ২ দিন পর্যবেক্ষণে রাখবে এবং ২/৩ আগেই ছেড়ে দেবে। উৎসব মন্ডলের বাবা-মা সারাক্ষণ সঙ্গে থাকেন। তারা আরও জানান, উৎসব মন্ডল বর্তমানে বেশ ভালো আছেন। তারা দেশের জনগণের কাছে তার ছেলের পক্ষে অপ্রীতিকর ঘটনার জন্য ক্ষমা চেয়ে তার সুস্থতার জন্য প্রার্থনা করতে বলেছেন। জাতীয় হিন্দু মহাজোট এ কথা জানায়।