ইবিতে আওয়ামী বর্বরতা তুলে ধরার কর্মসূচি পালন
- আপডেট সময় : ০৮:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
সদ্য বিদায়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সময়ে ঘটা দুঃশাসনের চিত্র তুলে ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছে। বুধবার (২১ আগস্ট) বেলা ১২ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বটতলায় এ কর্মসূচি আয়োজন করে।
এর আগে অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে বটতলায় এসে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তারা আওয়ামীলীগের শাসনামলে ঘটা বর্বর, মানবতাবিরোধী, নৃশংসতার চিত্র সকলের সামনে তুলে ধরেন।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে পিলখানা হত্যাকান্ড, শাপলাচত্বরের হত্যাকান্ড, গুম, খুন, আয়নাঘরে বর্বর নির্যাতনের মতো অসংখ্য মানবতাবিরোধী কাজ করেছে। তাদের এই দুঃশাসনের সর্বশেষ সংযোজন জুলাই হত্যাকান্ড। শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলন দমাতে তারা বর্বরতার আশ্রয় নিয়েছে। কিন্তু শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে এই দুঃশাসনের অবসান ঘটলেও তাদের দোসরারা এখনো ঘাপটি মেরে বসে আছে। আমরা এইসকল ফ্যাসিবাদী দোসরদের শাস্তির দাবি জানাই।
তারা আরো বলেন, আমরা এই বর্বরতার আদেশ দাতা প্রধানমন্ত্রীর ফাসির দাবি জানাই। সেইসাথে এর সাথে সংশ্লিষ্ট সকলে বিচার চাই।