ইভটিজিংকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর হত্যা

- আপডেট সময় : ০৭:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে
ইভটিজিংকে কেন্দ্র করে ব্রহ্মবাড়িয়ার নবীনগরে বাদশা মিয়া (১৭) নামের কিশোরকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। ঘটনায় আহত চারজনের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ও ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে একটি মেয়েকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের আবু কালাম মিয়ার প্রতিবেশীর বাড়িতে ঢাকা থেকে এক কিশোরী মেয়ে সম্প্রতি বেড়াতে আসেন। মেয়েটির সাথে গ্রামের অনিক ও তার বন্ধুরা সম্পর্ক তৈরির চেষ্টা করে।
অন্যদিকে গ্রামের সাইফুল, জিহাদ, তারেক ও তার বন্ধুরা মেয়েটির সাথে কথা বলতো। শুক্রবার মেয়েটির সাথে কথা বলা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বাদশা মিয়া তখন গ্রামের বাহিরে ছিল।
বিষয়টি মিমাংসার জন্য গ্রামের মুরুব্বিদের অবগত করা হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনিকের পক্ষের লোকজন বাড্ডা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অর্তকিত হামলায় সাইফুল গুরুতর আহত হলে বাদশা চিৎকার দেয়। এসময় হামলাকারীরা তাকে উপর্যপুরি কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
হামলাকারীরা তারেক ও জিহাদ নামের জনতেও কোপায়। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার তাদের কুমিল্লা ও ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার সময় রক্তক্ষরণে বাদশা মিয়া মারা যায়।
২১জনের নাম উল্লেখ করে নিহতের বোন পপী আক্তার নবীনগর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় এ পর্যন্ত রাসেল মিয়া (৩২), ইউনুস মিয়া (৩৫), শাকিল আহমেদ (১৯) ও মাসুদ মিয়া (২০) নামে ৪জনকে গ্রেপ্তার করেছে।