ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এবারে ভারতে দুই শিশু যৌন হয়রানির শিকার, বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মঙ্গলবার থানে জেলার বলদাপুর রেলওয়ে স্টেশনে কয়েক ঘণ্টা রেললাইন অবরুদ্ধ করে রাখেনছবি: এএনআই

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় ভারতজুড়ে যখন বেসামাল আন্দোলন চলছে, এর মধ্যেই উত্তরাখণ্ডের নৈনিতালে কিছুদিন আগেই বেসরকারি হাসপাতালের এক নার্স কাজ শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর খুন হয়েছেন। আরেক নার্সকে ধর্ষণ ও হত্যা ঘটনায় আগুণে ঘি ঢালার পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তরাখণ্ডে বাসে নাবালিকা দলবদ্ধ ধর্ষণের শিকার হন।

 

এর পর  গোটা ভারতে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে। এমন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ফের দুই দুই শিশু শিক্ষার্থী যৌন হরানির অভিযোগ আসলো।

ভারতে চার বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মুম্বাইয়ের কাছের বলদাপুর শহরে বুধবার দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ চলছে। কর্তৃপক্ষ সেখানকার সব স্কুল ও ইন্টারনেট-সেবা বন্ধ করে দিয়েছে।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এর মধ্যে বলদাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভের খবর এল। কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের জমায়েত বা বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট-সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধ বুধবার বলেন, অভিযোগটির বিচার দ্রুত বিচার আদালতে হতে পারে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনায় স্কুলের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে বলদাপুর পুলিশ কর্মকর্তাদের রয়টার্সের পক্ষ থেকে মঙ্গলবার কল করা হলে ও খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভকারীরা গতকাল মঙ্গলবার থানে জেলার বলদাপুর রেলওয়ে স্টেশনে কয়েক ঘণ্টা রেললাইন অবরুদ্ধ করে রাখেন। পরে থানের পুলিশ ৯ ঘণ্টা পর লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরাতে সক্ষম হয়। মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে বলদাপুর শহরটি।

ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রে এ বছরের শেষ নাগাদ বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি পার্টি বিরোধী জোটের কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন।

আজ মুম্বাইয়ে এক বিক্ষোভে লোকসভার কংগ্রেস সদস্য বর্ষা গায়কোয়াড় বলেন, বিরোধী দলগুলো ২৪ আগস্ট রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবারে ভারতে দুই শিশু যৌন হয়রানির শিকার, বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধ

আপডেট সময় : ০৮:৪৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

 

চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় ভারতজুড়ে যখন বেসামাল আন্দোলন চলছে, এর মধ্যেই উত্তরাখণ্ডের নৈনিতালে কিছুদিন আগেই বেসরকারি হাসপাতালের এক নার্স কাজ শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর খুন হয়েছেন। আরেক নার্সকে ধর্ষণ ও হত্যা ঘটনায় আগুণে ঘি ঢালার পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তরাখণ্ডে বাসে নাবালিকা দলবদ্ধ ধর্ষণের শিকার হন।

 

এর পর  গোটা ভারতে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে। এমন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ফের দুই দুই শিশু শিক্ষার্থী যৌন হরানির অভিযোগ আসলো।

ভারতে চার বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মুম্বাইয়ের কাছের বলদাপুর শহরে বুধবার দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ চলছে। কর্তৃপক্ষ সেখানকার সব স্কুল ও ইন্টারনেট-সেবা বন্ধ করে দিয়েছে।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এর মধ্যে বলদাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভের খবর এল। কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের জমায়েত বা বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট-সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধ বুধবার বলেন, অভিযোগটির বিচার দ্রুত বিচার আদালতে হতে পারে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনায় স্কুলের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে বলদাপুর পুলিশ কর্মকর্তাদের রয়টার্সের পক্ষ থেকে মঙ্গলবার কল করা হলে ও খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভকারীরা গতকাল মঙ্গলবার থানে জেলার বলদাপুর রেলওয়ে স্টেশনে কয়েক ঘণ্টা রেললাইন অবরুদ্ধ করে রাখেন। পরে থানের পুলিশ ৯ ঘণ্টা পর লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরাতে সক্ষম হয়। মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে বলদাপুর শহরটি।

ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রে এ বছরের শেষ নাগাদ বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি পার্টি বিরোধী জোটের কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন।

আজ মুম্বাইয়ে এক বিক্ষোভে লোকসভার কংগ্রেস সদস্য বর্ষা গায়কোয়াড় বলেন, বিরোধী দলগুলো ২৪ আগস্ট রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে।