ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আধুনিক কেবিন ব্লক ও দৃষ্টিনন্দন পানির ফোয়ারা উদ্বোধন Logo ঝিনাইদহে ১০ ও ১৬ মাসে হিফজ সম্পন্ন, দুই শিক্ষার্থী ওমরাহ হজে পাঠাবে মাদ্রাসা Logo গাইবান্ধা-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক Logo কক্সবাজার-৩ আসনে বিএনপির আস্থা লুৎফুর রহমান কাজল Logo উখিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার Logo শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা Logo মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে কলেজ ছাত্র নিহত Logo কেশবপুরে বিএনপির প্রার্থী তালিকায় রওনকুল ইসলাম শ্রাবণ Logo যশোরে তরিকুল ইসলাম স্মরণে সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল Logo সাদুল্লাপুরে হলুদক্ষেতে বৃদ্ধাকে ধর্ষণ ঘটনায় যুবক গ্রেফতার

ঈদে অবৈধ যানবাহনবিরোধী অভিযান পরিচালনার দাবি জাতীয় কমিটির

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় অবৈধ যানবাহনবিরোধী অভিযান পরিচালনার দাবি জাতীয় কমিটি নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং শিপিং এ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ)। গতকাল মঙ্গলবার বিজ্ঞপ্তিতে, আসন্ন ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনা এড়াতে ত্রুটিপূর্ণ ও রুট পারমিটবিহীন বাসসহ সব ধরনের অবৈধ যানবাহন এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানায় সংগঠন দু’টি। ঢাকা ও বন্দরনগর চট্টগ্রামসহ দেশের সকল সড়ক, মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরুর আহ্বান জানানো হয়।
জাতীয় কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও এসসিআরএফের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক যুক্ত বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতি এই আহবান জানান। বিবৃতিতে অবৈধ যানবাহন এবং লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালকসহ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের প্রতিও আহ্বান জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সড়ক দুর্ঘটনা ও ধারাবাহিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, সড়ক-মহাসড়কে অহরহ দুর্ঘটনা ও অনাকাঙ্খিত মৃত্যু হলেও দুর্ঘটনার ঝুঁকিমুক্ত সড়ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট মহলগুলোর তৎপরতা লক্ষ্য করা য়ায় না।
বিবৃতিতে জাতীয় কমিটি ও এসসিআরএফ নেতারা বলেন, নিকটঅতীতে সড়কমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ ও অবৈধ যানবাহন এবং অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের দায়ী করেছেন। কিন্তু তাদের শাসনকালেও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো এসব অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি। এর ফলে সড়ক ও মহাসড়কগুলো দৃশ্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিগত সময়ের মতো এবারও ঈদে প্রাণঘাতী দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারে সড়ক পরিবহন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও বিআরটিএকে সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদে অবৈধ যানবাহনবিরোধী অভিযান পরিচালনার দাবি জাতীয় কমিটির

আপডেট সময় :

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় অবৈধ যানবাহনবিরোধী অভিযান পরিচালনার দাবি জাতীয় কমিটি নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং শিপিং এ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ)। গতকাল মঙ্গলবার বিজ্ঞপ্তিতে, আসন্ন ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনা এড়াতে ত্রুটিপূর্ণ ও রুট পারমিটবিহীন বাসসহ সব ধরনের অবৈধ যানবাহন এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানায় সংগঠন দু’টি। ঢাকা ও বন্দরনগর চট্টগ্রামসহ দেশের সকল সড়ক, মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরুর আহ্বান জানানো হয়।
জাতীয় কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও এসসিআরএফের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক যুক্ত বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতি এই আহবান জানান। বিবৃতিতে অবৈধ যানবাহন এবং লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালকসহ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের প্রতিও আহ্বান জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সড়ক দুর্ঘটনা ও ধারাবাহিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, সড়ক-মহাসড়কে অহরহ দুর্ঘটনা ও অনাকাঙ্খিত মৃত্যু হলেও দুর্ঘটনার ঝুঁকিমুক্ত সড়ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট মহলগুলোর তৎপরতা লক্ষ্য করা য়ায় না।
বিবৃতিতে জাতীয় কমিটি ও এসসিআরএফ নেতারা বলেন, নিকটঅতীতে সড়কমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ ও অবৈধ যানবাহন এবং অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের দায়ী করেছেন। কিন্তু তাদের শাসনকালেও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো এসব অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি। এর ফলে সড়ক ও মহাসড়কগুলো দৃশ্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিগত সময়ের মতো এবারও ঈদে প্রাণঘাতী দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারে সড়ক পরিবহন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও বিআরটিএকে সতর্ক করা হয়।