সংবাদ শিরোনাম ::
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ ফেরি ও ২০ লঞ্চ চলাচল করবে
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ৭৫৩ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে জানিয়েছেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বৃহস্পতিবার (২৮ মর্চ) রাজবাড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ২টি ফেরি বাড়িয়ে ১৫টি এবং ৩টি লঞ্চ বাড়িয়ে ২০টি করা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ৩টি ঘাট সচল থাকবে।
দৌলতদিয়া ঘাট এলাকা যানজটমুক্ত রাখতে ঈদের আগের ও পরের ৩ দিনসহ মোট ৭ দিন পচনশীল ও জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য সব ট্রাক পারাপার বন্ধ থাকবে।