ঈদে ২১ ঘন্টায় ১৭২ বাইক দুর্ঘটনা, মৃত ৩ হাসপাতালে ভর্তি ৮২
- আপডেট সময় : ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে
ঈদের ছুটির মধ্যে অর্থাৎ বুধবার (১০ এপ্রিল) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকতা ও পাশ্ববর্তী এলাকায় ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। তাতে প্রাণ হাণি ঘটেছে ৩জনের। এসব ঘটনায় আহত ৮২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ।
বাচ্চু মিয়া বলেন, গুলশান, ডেমরা ও নরসিংদীতে নারীসহ এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঈদের ছুটিতে ঢাকার ও আশপাশের ফাঁকা রাস্তায় বেপরোয়াগতিতে মোটরবাইক চালানোর কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালেই ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তাদের চিকিৎসার চলে। আহতদের মধ্যে ৮২ জনকে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, মোটর বাইক দুর্ঘটনা আহতদের ৩জন মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এসব দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে কথা জানালেন দায়িত্বরত চিকিৎসকরা।