উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক
- আপডেট সময় : ২১৭ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার উখিয়া উখিয়া উপজেলার কুতুপালং এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্পে -০৮ (ইস্ট) ব্লক বি /৭৮ এর বাসিন্দা হোসেন আহম্মেদের ছেলে মতো.শহীদ ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ কক্সবাজার ৩৪ বিজিবি’র হাতে ২১ জুন সকাল ৬ টা ১০ মিনিটের সময় আটক হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের জামালের ঘের এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। আনুমানিক সকাল ৬টা ১০ মিনিটে একজন ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে সামনে আসলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি। পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।আটক ব্যক্তি কুতুপালং এফডিএমএন ক্যাম্প-০৮ (ইস্ট), ব্লক-বি/৭৪-এর বাসিন্দা মো. শহিদ (১৯), পিতা হোসেন আহম্মেদ। তার ফেলে দেওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
















