উপদেষ্টাদের বিষয়ে জনগণের অনাগ্রহ থাকলে খতিয়ে দেখব: মাহফুজ আলম
- আপডেট সময় : ১১:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
উপদেষ্টা পরিষদে নতুন তিনজনের সংযুক্তির বিষয়ে মো. মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীন নিয়োগপ্রাপ্তদের বিষয়ে জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে, আমরা সেটি খতিয়ে দেখব।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের নতুন এ উপদেষ্টা।
তিনি বলেন, আমরা মনে করি, যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকে, তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমাণ হবে যে তারা জনগণের পক্ষেই আছেন। জনগণই নতুন উপদেষ্টাদের বিচার করবে তাদের কার্যক্রম দেখে।
এ সময় মাহফুজ দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা চেষ্টা করেছি এবং বেশিরভাগই আমরা পূরণ করতে পেরেছি। আর জনগণই বিচার করবে আমাদের কার্যক্রম দেখে।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আরও তিনজন যুক্ত হয়েছেন।
তারা হলেন—প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন।
গত ১০ নভেম্বর (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তারা শপথ নেন। এর পর নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। আবার কেউ কেউ উপদেষ্টা বাছাইয়ের ক্ষেত্রে ‘অঞ্চল প্রীতি’র অভিযোগ তুলেছেন।
এদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনের নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহও। তাদের নেতৃত্বে বিক্ষোভ-মিছিলও করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।