ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo কাশিয়ানীতে যুবকের মরদেহ উদ্ধার Logo মহেশখালীতে হত্যা চেষ্টা ও ডাকাতির প্রস্তুতি মামলার ৭ আসামি গ্রেপ্তার Logo ইসলামপুরে মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সালথা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক সাইফুল Logo কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo রুপগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড Logo বাগেরহাটে বিআরটিসি গাড়ির অবৈধ কাউন্টার ও মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন Logo জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত Logo বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বড়াইগ্রাম শাখা অফিস শুভ উদ্বোধন Logo পার্লামেন্ট ভেঙে দেওয়া ‘সংবিধানবিরোধী’, পুনর্বহালের দাবি নেপালের অধিকাংশ রাজনৈতিক দলের

উল্টোপথে ঢুকলেই মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে আজ প্রথম অফিস চলছে। যে কারণে শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও যানজটের সৃষ্টি হতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিশেষ সড়কগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ এবং উল্টোপথে চললেই দেওয়া হচ্ছে মামলা। গতকাল রোববার ঢাকার প্রধান কয়েকটি ঘুরে ট্রাফিক পুলিশদের কড়া নিরাপত্তা ব্যবস্থার দেখা মেলে।
ঈদের দীর্ঘ ছুটির পর গতকাল থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানী। এদিন ব্যস্ততম সড়ক তিনশো ফিট, কুড়িল বিশ্বরোড মোড়ে উল্টোপথে যাতায়াত করে দেখা যায় বেশ কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাগুলোকে। অনেক সময় প্রাইভেটকারও চলতে দেখা যায় উল্টোপথে। সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটনা এড়াতে আজ সকাল থেকে বাড়তি অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ।
কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্বরত ট্র্যাফিক ইন্সপেক্টর (টিআই) কাজী আজম মাহমুদ বলেন, সকাল থেকে আমরা দুটি স্পটে মোট ২৪টি গাড়িকে মামলা করেছি। তার মধ্যে ১৩টি মামলা মোটরসাইকেলের, বাকিটা অন্যান্য গাড়িকে। উল্টোপথে এলেই আমরা বিশেষ অভিযানের মাধ্যমে ৯২/১ ধারায় জরিমানা করছি। তিনি জানান, প্রথমবার মোটরসাইকেল উল্টোপথে এলে এক হাজার টাকা, দ্বিতীয়বার একই অপরাধ করলে দুই হাজার টাকা। প্রথমবার চার চাকার গাড়ি ও প্রাইভেটকার উল্টো পথে এলে জরিমানা আড়াই হাজার টাকা, দ্বিতীয়বার একই অপরাধ করলে ৫ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। দুইজন টিআই, দুইজন সাব ইন্সপেক্টর ও তিন চারজন কনস্টেবল নিয়েই এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে জরিমানার কবলে পড়েছেন মো. আবুল কাশেম (৪০)। তিনি বলেন, আমি এখান থেকে ইউটার্ন নিয়ে একটু উল্টো রাস্তা দিয়ে সামনের দিকে যেতেই পুলিশ আমাকে আটক করে এবং আমাকে এক হাজার টাকার মামলা দিয়েছেন। অনেক রিকোয়েস্ট করেছি আমার কথা রাখেনি। একটু সামনে যাব সেজন্য এদিক থেকে যাওয়ার চেষ্টা করেছিলাম। আর একটু ব্যস্ততা থাকার কারণে উল্টোপথে আসতে হলো এবং জরিমানাও গুনতে হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উল্টোপথে ঢুকলেই মামলা

আপডেট সময় :

ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে আজ প্রথম অফিস চলছে। যে কারণে শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও যানজটের সৃষ্টি হতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিশেষ সড়কগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ এবং উল্টোপথে চললেই দেওয়া হচ্ছে মামলা। গতকাল রোববার ঢাকার প্রধান কয়েকটি ঘুরে ট্রাফিক পুলিশদের কড়া নিরাপত্তা ব্যবস্থার দেখা মেলে।
ঈদের দীর্ঘ ছুটির পর গতকাল থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানী। এদিন ব্যস্ততম সড়ক তিনশো ফিট, কুড়িল বিশ্বরোড মোড়ে উল্টোপথে যাতায়াত করে দেখা যায় বেশ কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাগুলোকে। অনেক সময় প্রাইভেটকারও চলতে দেখা যায় উল্টোপথে। সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটনা এড়াতে আজ সকাল থেকে বাড়তি অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ।
কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্বরত ট্র্যাফিক ইন্সপেক্টর (টিআই) কাজী আজম মাহমুদ বলেন, সকাল থেকে আমরা দুটি স্পটে মোট ২৪টি গাড়িকে মামলা করেছি। তার মধ্যে ১৩টি মামলা মোটরসাইকেলের, বাকিটা অন্যান্য গাড়িকে। উল্টোপথে এলেই আমরা বিশেষ অভিযানের মাধ্যমে ৯২/১ ধারায় জরিমানা করছি। তিনি জানান, প্রথমবার মোটরসাইকেল উল্টোপথে এলে এক হাজার টাকা, দ্বিতীয়বার একই অপরাধ করলে দুই হাজার টাকা। প্রথমবার চার চাকার গাড়ি ও প্রাইভেটকার উল্টো পথে এলে জরিমানা আড়াই হাজার টাকা, দ্বিতীয়বার একই অপরাধ করলে ৫ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। দুইজন টিআই, দুইজন সাব ইন্সপেক্টর ও তিন চারজন কনস্টেবল নিয়েই এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে জরিমানার কবলে পড়েছেন মো. আবুল কাশেম (৪০)। তিনি বলেন, আমি এখান থেকে ইউটার্ন নিয়ে একটু উল্টো রাস্তা দিয়ে সামনের দিকে যেতেই পুলিশ আমাকে আটক করে এবং আমাকে এক হাজার টাকার মামলা দিয়েছেন। অনেক রিকোয়েস্ট করেছি আমার কথা রাখেনি। একটু সামনে যাব সেজন্য এদিক থেকে যাওয়ার চেষ্টা করেছিলাম। আর একটু ব্যস্ততা থাকার কারণে উল্টোপথে আসতে হলো এবং জরিমানাও গুনতে হলো।