এখনও অন্ধকার যুগে বসবাস করছি!
- আপডেট সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
অবহেলার কারণে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, অবস্থা দেখে মনে হচ্ছে এখনও আমরা অন্ধকার যুগে বসবাস করছি। কর্তৃপক্ষের টনক নড়ে না। মানবাধিকার চেয়ারম্যান পুরাতন ঢাকার নিমতলীতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ১২৪ জনের মৃত্যু কথা উল্লেখ করে বলেন, তারপর কী হয়েছিল? টনক কী নড়েছিল? নড়েনি।
শুক্রবার (১ মার্চ) বিকাল ৪টা নাগাদ বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় অবশ্যই অসচেতনতা ও অবহেলা ছিল। এত বড় একটি বাণিজ্যিক ভবন সেখানে ফায়ার এক্সিট থাকবে না? আর এটা না থাকার কারণে মানুষ পাগলের মতো ছোটাছুটি করেও বের হতে পারেনি।
তিনি বলেন, আমাদের জাতীয়ভাবে দুর্ভাগ্য, আমরা কেউ এ ধরনের অগ্নিকাণ্ড নিয়ে সচেতন হচ্ছি না। আমাদের কর্তৃপক্ষকে এখন বাধ্য করতে হবে ফায়ার সেফটি নিশ্চিত করতে।