এনআইডি প্রদানে হয়রানি বন্ধের নির্দেশ সিইসির
- আপডেট সময় : ০৫:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানে হয়রানি বন্ধের নির্দেশ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নাগরিকদের হয়রানি ও দুর্ব্যবহার বন্ধ করে সময়মতো এআইডি প্রদানে নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি।
সোমবার (১০ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এনআইডি সংশোধন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশনা দেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে ইটিআই মহাপরিচালকসহ অন্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় পর্যায়ে এনআইডির গুরুত্ব অপরিসীম। আমাদের ভোটার তালিকাও এই প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাইজ হয়ে গেছে। এনআইডি এখনো শতভাগ সেটেলড ডাউন হয়েছে তা মনে হয় না। অনেকে কমপ্লেইন করেন, যে পরিবর্তন, সংশোধন করতে হবে।
আবার সংশোধনের কিছু কিছু ক্ষেত্রে যারা আবেদনকারী তাদের কারণে ভুল হয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে তথ্যগুলো যখন লেখা হয়, তখন সঠিকভাবে হয় না। কিছু সংকট আমাদের রয়েছে।
সিইসি বলেন, এনআইডি ব্যবস্থাপনা অনেক জটিল। তা বুঝি না। জনগণ এলে তাকে সেবা দিতে যেন দেরি না হয়। সরকারি কর্মচারী যেন হয়রানি, দুর্ব্যবহার করা হয় তা নিশ্চিত রাখতে হবে।