এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
- আপডেট সময় : ১৫৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতাদের ওপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নওগাঁয় এক ঘণ্টার ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ শহরের কাজীর মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় “গোপালগঞ্জের গোলাপি, আর কতকাল জালাবি”, “এই বাংলায় মুজিববাদের ঠিকানা হবে না” সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচির ফলে কাজীর মোড় ও আশপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় ভোগান্তি।
কর্মসূচিতে নেতৃত্ব দেন শিক্ষার্থী ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, তানজিম বিন বারীসহ অন্যান্যরা। তারা বলেন, “আমরা অস্তিত্ব রক্ষার লড়াই করছি। খুনি আওয়ামী সন্ত্রাসীদের বাংলার মাটিতে ঠাঁই হবে না।”
এসময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

















