এবারের ঈদ যাত্রায় ৮ জোড়া বিশেষ ট্রেন
- আপডেট সময় : ০৩:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল ফেতর উপলক্ষ্যে ৮ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো যাত্রী সেবা নিশ্চিতে প্রতিবছরের ন্যায় এবারেও বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলভবন।
বিশেষ ট্রেনের মধ্যে রয়েছে, চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর রুটে, চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ ট্রেন চাঁদপুর-চট্টগ্রাম রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৫ ট্রেনটি চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৬ ট্রেনটি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে চলাচল করবে।
দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৭ ট্রেনটি ঢাকা-দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৮ ট্রেনটি দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। এই ট্রেনগুলো ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন থেকে ৫দিন চলাচল করবে।
কক্সবাজার ঈদ স্পেশাল ৯ ট্রেনটি চট্টগ্রাম-কক্সবাজার রুটে, কক্সবাজার ঈদ স্পেশাল ১০ ট্রেনটি কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচল করবে। এই ট্রেন দুটি ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পরের দিন থেকে তিনদিন চলাচল করবে।
শোলাকিয়া ঈদ স্পেশাল ১১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১২ ট্রেন কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১৩ ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে এবং শোলাকিয়া ঈদ স্পেশাল ১৪ ট্রেনটি শুধু মাত্রা কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ঈদের দিন চলাচল করবে।
ঈদ স্পেশাল ১৫ জয়দেবপুর-পার্বতীপুর রুটে, ঈদ স্পেশাল ১৬ পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদের আগে সাতদিন এবং ঈদের দ্বিতীয় দিন থেকে তিনদিন চলাচল করবে।
গত ১৩ মার্চ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা চলবে না।
রোববার থেকে ঈদের আগাম টিকিট বিক্রি
ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২৪ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ৩০ মার্চ পর্যন্ত। সকল টিকিট অনলাইনে বিক্রি হবে।
২৪ মার্চ বিক্রি হবে ৩ এপ্রিলের যাত্রার টিকিট, আর ৪ এপ্রিলের দেওয়া হবে ২৫ মার্চ টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ পাওয়া যাবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ মিলবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ বিক্রি হবে ৮ এপ্রিলের টিকিট এবং ৩০ মার্চ পাওয়া যাবে ৯ এপ্রিলের টিকিট।
৩ এপ্রিল থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। ৩ এপ্রিল বিক্রি হবে ১৩ এপ্রিলের টিকিট। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৪,৫, ৬, ৭, ৮, ৯ এপ্রিল।
পূর্বাঞ্চলের টিকিটি পাওয়া যাবে ৮টা থেকে এবং পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে বেলা ২টা থেকে।