এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড গ্রহণে হংকং যাচ্ছেন রাজউক চেয়ারম্যান
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম “২০২৫ এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডস” অনুষ্ঠানে অংশ নিতে চীনের হংকংয়ের সিআইসি-জিরো কার্বন পার্কে যাচ্ছেন। আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের হয়ে রাজউকের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি।
সূত্র জানায়, এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসের মূল উদ্দেশ্য হলো-এশিয়ার শহরগুলোর উন্নত নগর পরিকল্পনা ও নকশা, স্থাপত্য এবং টেকসই নগর উন্নয়নে অবদান রাখা প্রকল্পগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান। এ বছর রাজউকের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে বলেও জানা যায়।
রাজউক চেয়ারম্যানের অবদান তুলে ধরা: প্রশ্ন উঠছে, কেন এ বছর রাজউককে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামের নেতৃত্বে রাজউক সাম্প্রতিক সময়ে— সমন্বিত নগর পরিকল্পনা, মহাপরিকল্পনা হালনাগাদ (ডিটেইলড এরিয়া প্ল্যান–ড্যাপ) বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও পুনর্গঠন উদ্যোগ, গণপরিবহন-সহায়ক নগর নকশা (ট্রানজিট অরিয়েন্টেড ডেভেলপমেন্ট), পরিবেশবান্ধব ও স্মার্ট নগরায়ণ মডেল— এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সূত্র বলছে, তাঁর প্রত্যক্ষ তদারকি ও নীতিনির্ধারণী নেতৃত্বে রাজউকের বেশ কয়েকটি প্রকল্প আন্তর্জাতিক মূল্যায়নে ইতিবাচক সাড়া ফেলেছে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের নগর কাঠামো উন্নয়ন, পুনর্বাসন প্রকল্প, পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা এবং স্মার্ট সিটির ধারণা—এই পুরস্কারের মানদণ্ডে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তাই রাজউক চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কয়েকটি প্রকল্প আন্তর্জাতিক মানদণ্ডে নতুন উচ্চতা স্পর্শ করেছে বলে মত দিচ্ছেন নগর বিশেষজ্ঞরা। প্রশাসনিক সূত্র জানায়, আন্তর্জাতিক এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে রাজউক অভিজ্ঞতা বিনিময়, বৈশ্বিক নেটওয়ার্ক বিস্তার এবং নতুন নগর নকশা ধারণা আহরণ করতে পারবে, যা দেশের নগর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে।






















