ওসমানীনগরে কাভার ভ্যান ডাকাতি মালামাল সহ ৬ ডাকাত গ্রেফতার

- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
সিলেটের ওসমানীনগরে সংঘটিত বহুল আলোচিত এস এ পরিবহনের কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় নাটকীয় মোড় এসেছে। পুলিশের দুঃসাহসী অভিযানে ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত রোববার রাত ১২টা ২০ মিনিটের দিকে। সিলেট থেকে ছেড়ে আসা ভ্যানটিকে টার্গেট করে ডাকাতরা। মুহূর্তে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে ভ্যান থেকে পণ্য লুট করে নেয় তারা। খবর পেয়ে ওসমানীনগর থানায় মামলা (নং-০৮, ধারা ৩৯৫/৩৯৭, পেনাল কোড ১৮৬০) দায়ের করা হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ডাকাতদের দমিয়ে ফেলে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল শত শত কেজি জিরা, ৬৭৫ প্যাকেট ফুসকা, শাড়ি, ১২০০ পিস প্রসাধনী ক্রিম, চালসহ বিপুল পরিমাণ পণ্য। পুলিশের হাতে উদ্ধার হওয়া পণ্য ভারতীয় যা অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্যে কয়েক লাখ টাকার সমান। ডাকাতিতে ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল-ওসমানীনগরের রবিদাস গ্রামের শানুর শাহ (২৯), মাটিহানীর রলেক মিয়া (৪০), দিলশাদ আহমেদ রাজু (৩৪), ভাড়ের গ্রামের আঃ মজিদ (২৪), ফতেপুর গুপ্তপাড়ার সুফিয়ান আহমেদ (২৬) এবং মোগলাবাজার থানার চর মোহাম্মদপুরের সাইদুর রহমান সাদী (২১), বর্তমানে সুরতপুরের আব্দুল মিয়ার বাড়িতে বসবাসরত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পুলিশের কাছে তাদের সহযোগ চিহ্নিত করার কাজ চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের ডাকাতি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। তবে পুলিশের দ্রুত ও সফল অভিযানের ফলে স্বস্তি ফিরে এসেছে জনমনে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম জানান গ্রেফতার ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়েছে।