কটিয়াদীতে ভিমরুলের আক্রমণে বৃদ্ধার মৃত্যু
- আপডেট সময় : ৮০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভিমরুলের আক্রমণে আব্দুল মতালিব (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল মতালিব উপজেলা মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামের মৃত মজলিস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে আব্দুল মতালিব বড়শি দিয়ে মাছ ধরার জন্য ভিমরুলের ডিম সংগ্রহ করতে যান। এ সময় ভিমরুলের বাসা থেকে ঝাঁকে ঝাঁকে ভিমরুল বের হয়ে এসে তার শরীরের বিভিন্ন স্থানে হুল ফুটিয়ে দেয়। ঘটনার স্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত টার দিকে মারা যান।
আব্দুল মতালিবের বড় ছেলে মজিবুর রহমান বলেন, আমার বাবার বড়শি দিয়ে মাছ ধরার নেশা ছিল খুব বেশি। মাছ ধরার জন্য প্রায়ই গাছ থেকে ভিমরুলের ডিম সংগ্রহ করতেন। আজ ভিমরুলের আক্রমণেই তার মৃত্যু হলো।

















