ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসত করে আগুন

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার
  • আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ভুমি গ্রামের মারুফ মিয়ার বসতঘর পূর্ব শত্রুতার জেরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে মারুফ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- সি আর ৫৩৯ /২৫(কমল)। মামলা সুত্রে জানা যায়, মারুফ মিয়ার মেয়ে জুই আক্তার বাদী হইয়া তার স্বামী একই গ্রামের মো: সিদ্দেক মিয়ার পুত্র মো: ছামাদ মিয়ার বিরুদ্ধে ‘বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল আদালত মৌলভীবাজার সি আর ৫০৮/২০২৫ ইং (কমল) ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ইং সংশোধনী ২০২৫ ইং এর ১১) গ)/৩০ ধারায় এক মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের করার পর হইতে স্থানীয় সুহেল মিয়া গংরা মিলে তার মেয়ের দায়েরী মামলা বিনা বিচারে প্রত্যাহার করিয়া নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিতে থাকে এবং তাকে মারধর করা হয় । এরই সুত্রতার জের ধরে গত ০৬ ডিসেম্বর দিবাগত রাত ২,৫৮ ঘটিকায় তার বসত ঘরে আগুন দেয়া হয়। এতে ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় বলে অভিযোগে উল্লেখ করেন। মামলার অভিযুক্তরা হলেন, সোহেল মিয়া (৪৮) পিতা মৃত আদর মিয়া, ছামাদ মিয়া (২২) পিতা ছিদ্দেক মিয়া,কামাল মিয়া (৪০) পিতা মৃত ছমির মিয়া, ইমাদ মিয়া (২৩) পিতা ছিদ্দেক মিয়া,জুয়েল মিয়া (৩৫) জুয়েল মিয়া (৩৫) পিতা: মৃত আদর মিয়া, রুহেল মিয়া (৩০) পিতা মৃত আদর মিয়া সর্বসাং ভূমিগ্রাম,থানা: কমলগঞ্জ জেলা: মৌলভীবাজার।
মারুফ মিয়া জানান, আমি আমার পরিবার পরিজন নিয়া আসামীগনের ভয়ে স্থানীয় মুন্সিবাজারের পাশে বর্তমানে একটি বাসা ভাড়া করিয়া বসবাস করিতেছি। পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগতেছি, আমি প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসত করে আগুন

আপডেট সময় :

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ভুমি গ্রামের মারুফ মিয়ার বসতঘর পূর্ব শত্রুতার জেরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে মারুফ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- সি আর ৫৩৯ /২৫(কমল)। মামলা সুত্রে জানা যায়, মারুফ মিয়ার মেয়ে জুই আক্তার বাদী হইয়া তার স্বামী একই গ্রামের মো: সিদ্দেক মিয়ার পুত্র মো: ছামাদ মিয়ার বিরুদ্ধে ‘বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল আদালত মৌলভীবাজার সি আর ৫০৮/২০২৫ ইং (কমল) ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ইং সংশোধনী ২০২৫ ইং এর ১১) গ)/৩০ ধারায় এক মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের করার পর হইতে স্থানীয় সুহেল মিয়া গংরা মিলে তার মেয়ের দায়েরী মামলা বিনা বিচারে প্রত্যাহার করিয়া নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিতে থাকে এবং তাকে মারধর করা হয় । এরই সুত্রতার জের ধরে গত ০৬ ডিসেম্বর দিবাগত রাত ২,৫৮ ঘটিকায় তার বসত ঘরে আগুন দেয়া হয়। এতে ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় বলে অভিযোগে উল্লেখ করেন। মামলার অভিযুক্তরা হলেন, সোহেল মিয়া (৪৮) পিতা মৃত আদর মিয়া, ছামাদ মিয়া (২২) পিতা ছিদ্দেক মিয়া,কামাল মিয়া (৪০) পিতা মৃত ছমির মিয়া, ইমাদ মিয়া (২৩) পিতা ছিদ্দেক মিয়া,জুয়েল মিয়া (৩৫) জুয়েল মিয়া (৩৫) পিতা: মৃত আদর মিয়া, রুহেল মিয়া (৩০) পিতা মৃত আদর মিয়া সর্বসাং ভূমিগ্রাম,থানা: কমলগঞ্জ জেলা: মৌলভীবাজার।
মারুফ মিয়া জানান, আমি আমার পরিবার পরিজন নিয়া আসামীগনের ভয়ে স্থানীয় মুন্সিবাজারের পাশে বর্তমানে একটি বাসা ভাড়া করিয়া বসবাস করিতেছি। পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগতেছি, আমি প্রশাসনের সহযোগীতা কামনা করছি।