ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় বিএনপি কার্যালয়ে আগুন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত ৯ নভেম্বর রাতে ছাত্রলীগসহ আওয়ামীপন্থী সংগঠনের কয়েকজন কর্মী ওই কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে লকডাউনের প্রতি সমর্থন জানায়। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাদা হাওলাদার বলেন,
“শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কেউ ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটাতে পারে।”
তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলাপাড়ায় বিএনপি কার্যালয়ে আগুন

আপডেট সময় :

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত ৯ নভেম্বর রাতে ছাত্রলীগসহ আওয়ামীপন্থী সংগঠনের কয়েকজন কর্মী ওই কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে লকডাউনের প্রতি সমর্থন জানায়। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাদা হাওলাদার বলেন,
“শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কেউ ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটাতে পারে।”
তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।