কাউখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮অক্টোবর) বেলা ১১ঘটিকার সময়, উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান মামুন তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল আজম সোহেল।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া,গিয়াস উদ্দিন অলি,সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, মোঃরফিকুল ইসলাম রফিক, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোইয়াব সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিককে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের কোন বিকল্প নেই। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্হা গ্রহন করা হবে। সংবিধানে বর্নিত সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।



















