ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

কাশিমপুরে দরজা ভেঙে দুই বছরের শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

কাশিমপুর (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগরের কাশিমপুরের ভবানীপুর (বটতলা) এলাকায় ঘরের ভেতর আটকা পড়ে থাকা দুই বছরের এক শিশুকে দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি খেলার ছলে হঠাৎ নিজের রুমের দরজা ভেতর থেকে আটকে দেয়। পরিবারের সদস্যরা বাইরে থেকে বারবার চেষ্টা করেও দরজা খুলতে ব্যর্থ হন। এ অবস্থায় পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং শিশুটিকে উদ্ধারে চেষ্টার পাশাপাশি চারপাশের প্রতিবেশীদের ডাকতে শুরু করেন।
উদ্বিগ্ন পরিবার রাত ১০টা ৪৭ মিনিটে সারাবো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা ৫২ মিনিটে উদ্ধার অভিযান শুরু করে।
স্টেশন অফিসার মোঃ আব্দুল হাই-এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১৩ মিনিটের চেষ্টার পর রাত ১১টা ৫ মিনিটে দরজা ভেঙে শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। পরে শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল হাই জানান,শিশুটি পুরোপুরি সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার আতঙ্কিত হয়ে পড়েছিল, তবে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হন এবং উদ্বেগের সঙ্গে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শিশুটিকে উদ্ধার করার পর এলাকায় স্বস্তি নেমে আসে। শিশুটির পরিবার ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “ফায়ার সার্ভিস না এলে শিশুটিকে উদ্ধারে আরও সময় লাগতে পারত। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী ফায়ার সার্ভিসের তৎপরতা ও দক্ষতার প্রশংসা করেছেন। তারা মনে করেন, জরুরি পরিস্থিতিতে এমন দ্রুত সাড়া দেওয়া নিঃসন্দেহে জনগণের আস্থা বাড়াবে এবং নিরাপত্তা সচেতনতা আরও বৃদ্ধি করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাশিমপুরে দরজা ভেঙে দুই বছরের শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

আপডেট সময় :

গাজীপুর মহানগরের কাশিমপুরের ভবানীপুর (বটতলা) এলাকায় ঘরের ভেতর আটকা পড়ে থাকা দুই বছরের এক শিশুকে দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি খেলার ছলে হঠাৎ নিজের রুমের দরজা ভেতর থেকে আটকে দেয়। পরিবারের সদস্যরা বাইরে থেকে বারবার চেষ্টা করেও দরজা খুলতে ব্যর্থ হন। এ অবস্থায় পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং শিশুটিকে উদ্ধারে চেষ্টার পাশাপাশি চারপাশের প্রতিবেশীদের ডাকতে শুরু করেন।
উদ্বিগ্ন পরিবার রাত ১০টা ৪৭ মিনিটে সারাবো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা ৫২ মিনিটে উদ্ধার অভিযান শুরু করে।
স্টেশন অফিসার মোঃ আব্দুল হাই-এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১৩ মিনিটের চেষ্টার পর রাত ১১টা ৫ মিনিটে দরজা ভেঙে শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। পরে শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল হাই জানান,শিশুটি পুরোপুরি সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার আতঙ্কিত হয়ে পড়েছিল, তবে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হন এবং উদ্বেগের সঙ্গে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শিশুটিকে উদ্ধার করার পর এলাকায় স্বস্তি নেমে আসে। শিশুটির পরিবার ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “ফায়ার সার্ভিস না এলে শিশুটিকে উদ্ধারে আরও সময় লাগতে পারত। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী ফায়ার সার্ভিসের তৎপরতা ও দক্ষতার প্রশংসা করেছেন। তারা মনে করেন, জরুরি পরিস্থিতিতে এমন দ্রুত সাড়া দেওয়া নিঃসন্দেহে জনগণের আস্থা বাড়াবে এবং নিরাপত্তা সচেতনতা আরও বৃদ্ধি করবে।