কিশোরগঞ্জে বিএনপি নেতা বাবুলের পক্ষে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ১৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল বাবুলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসীরা। গতকাল শুক্রবার(২০ জুন) বিকালে স্বল্পমারিয়া মোড় সংলগ্ন বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এলাকায় একজন সম্মানিত ও দানশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত আব্দুল আউয়াল বাবুলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে এই অপপ্রচারে নেমেছেন। তিনি একজন সফল ব্যবসায়ী এবং শিক্ষানুরাগী হিসেবে স্বল্পমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। আব্দুল আউয়াল বাবুল জানান, তিনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকে এই মহলটি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ওঠে-পড়ে লেগেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. লাল মিয়া, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের কৃষিবিষয়ক সম্পাদক মো. শহীদ মিয়া, মো. আল মামুন প্রমুখ।