কুড়িগ্রামে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতায় শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৩:০১:০২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭ শতাধিক শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম। প্রচ্ছদ কুড়িগ্রামের নবগঠিত কমিটির সভাপতি শ্যামল ভৌমিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রবি বোস, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সাধারণ সম্পাদক ডাঃ জিএম আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র রায়, সাংবাদিক আতাউর রহমান বিপ্লব, প্রচ্ছদ কুড়িগ্রামের সাবেক সভাপতি দুলাল বোস, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদারসহ অন্যান্যরা।
পরে প্রচ্ছদ কুড়িগ্রামের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রচ্ছদ কুড়িগ্রামের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান উপদেষ্টা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ডাঃ তাপস বোস, প্রচ্ছদ কুড়িগ্রামের সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলা, আশিষ বক্সী, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, নাট্য সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তী বাবন প্রমূখ। এসময় সাম্প্রতিক কুড়িগ্রামের পক্ষে বিশিষ্ট সংগীত শিল্পী আলমগীর প্রধান ও ললিতকলা একাডেমির পক্ষে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ প্রচ্ছদ কুড়িগ্রামের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে বিশিষ্ট সংগীত শিল্পী শ্যামলী ভৌমিকের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মমতাজউদদীন আহমেদ রচিত পার্থ প্রতীম চক্রবর্তী নির্দেশিত নাটক বর্ণচোর পরিবেশিত হয়।
উল্লেখ্য, একুশের চেতনায় শিশু কিশোরদের উজ্জ্বীবিত করতে গত কয়েক বছরের ধারাবাহিকতায় ২০২৩ সালের একুশের ফেব্রুয়ারীতে পাড়ায় মহল্লায় শহীদ মিনার নির্মাণ প্রযোগিতার আয়োজন করে প্রচ্ছদ কুড়িগ্রাম। এতে কুড়িগ্রাম পৌর এলাকার ৭শত ২০ জন শিশু কিশোর অংশ নেয়।