কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশে : চরমোনাই
																
								
							
                                - আপডেট সময় : ১৮২ বার পড়া হয়েছে
 
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণ হত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার আয়োজনে গত শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
প্র্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন দখলদার দের বিরুদ্ধে আন্দোলন, খুনিদের বিরুদ্ধে আন্দোলন, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার আন্দোলন হবে ইনশাআল্লাহ । যেরকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে এদেশ থেকে তাড়াতে ভাগাতে বাধ্য করেছিলাম আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে যদি আবারও রাস্তায় নামি তাহলে চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই।
এ সময় ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ন মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলান হাফিজুর রহমান,জামাতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, আগামী সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ২ আসনের ইসলামি আন্দোলনের সাম্ভব্য প্রার্থী অধ্যাপক মাওলানা নুরবক্ত প্রমুখ।
																			


















