কুড়িগ্রামে জাতীয় বিপ্লব উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার কুড়িগ্রাম সদর হাসপাতালের ডক্টরস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাহফুজার রহমান মারুফ আহবায়ক ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.মো: সফিকুল ইসলাম সহ -দপ্তর সম্পাদক ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা.রকিবুল ইসলাম বাঁধন সদস্য আহবায়ক কমিটি জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজার রহমান মুকুল আজীবন সদস্য, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড.মো:রেদওয়ানুল ইসলাম রাফি সাবেক প্রতিষ্ঠাতা সদস্য, প্রাইম মেডিকেল কলেজ ছাএদল রংপুর।
এ সময় ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ কুড়িগ্রাম শাখার আহবায়ক মাহফুজার রহমান মারুফ জানান আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সকল ডক্টরদের সমস্যা চিহ্নিত করে সেগুলো সমস্যা সমাধানের জন্য চেষ্টা করেছি। সামনের দিনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



















