কুড়িগ্রামে বাসদের লাল পতাকা মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
বাসদের এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে বাসদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার বিকেলে জেলা শহরে লাল পতাকা মিছিল শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ । এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুল কুদ্দস । কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড ফুলবর রহমানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জেলাপ কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার মঞ্জু,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট সামছুল হক সরকার, বাসদ নেতা কমরেড দুলাল বোস, কমরেড সাঈদ আখতার আমিন, কমরেড কমলা কান্ত, সিপিবি কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম রাজু প্রমুখ ।
বক্তারা গণ অভ্যুত্থানের চেতনায় শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াইকে বেগবান করার আহ্বান জানান ।

















