কুড়িগ্রামে ব্যবসায়ী ও পৌর আওয়ামীলীগ নেতার হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধু ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ নেতা অধ্যাপক আল হুসাইনুজ্জামান মামুন, টাউন ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, শ্রমিক লীগ নেতা হারাধন চন্দ্র, অটো রিক্সা শ্রমিক নেতা শামছুল হক, সেবা ক্লিনিক এর বাবু, স্থানীয় ব্যবসায়ী বাপ্পী মোহন্ত, রিজন, সোহান প্রমূখ। বক্তারা সোহান হত্যায় জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবী করে।
গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার জেরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।