কুড়িগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালের অংশীজন সভা

- আপডেট সময় : ০৩:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ও আমাদের করণীয় শীর্ষক হাসপাতালের অংশীজন সভা হয়েছে । সলিডারিটি ও বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গতকাল সলিডারিটি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে । জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেদওয়ানুল ইসলাম , সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল,কুড়িগ্রাম প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহাফুজার রহমান খন্দকার, বাংলাদেশ হেলথ ওয়াচ এর প্রোগ্রাম ম্যানেজার রাজেষ কুমার অধিকারী, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি স্বপন সরকার ভকত, সলিডারিটির ফোকাল পার্সন কমলা রানী পাল,কো ফোকাল সুনীল কুমার দাস প্রমুখ।
বক্তারা স্বাস্থ্য সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এতে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম,জেলা যুব ফোরাম,বিভিন্ন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।