ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo পাথরঘাটায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতামূলক আন্দোলন Logo সাভারে বাবাকে হত্যার পর মেয়ের আত্মসমর্পণ Logo বদলগাছীতে ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার Logo সিরাজগঞ্জের বেলকুচিতে অ্যালকোহল পানে দু’জনের মৃত্যু Logo ঔষধ কোম্পানির দৌরাত্ম্য নওগাঁর রোগীদের কাছে দিনদিন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে Logo ভারতীয় হামলার কঠোর জবাব দিলো পাকিস্তান Logo খালেদা জিয়ার দেশে ফেরা, রাজনীতিতে নয়া মেরুকরণ Logo কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তীতে বর্ণিল সাজে সেজেছে রবীন্দ্র কাছারিবাড়ি শাহজাদপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন Logo মানবিক করিডোরের চেয়ে রাখাইনে সেফ জোন করলে  রোহিঙ্গা সংকট কাটবে Logo গাজীপুরের শ্রীপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে উন্নত জাতের বকনা ও খাদ্য বিতরণ

কুমারখালীতে পদ্মায় পুলিশের ওপর হামলায় দুই সদস্য নিখোঁজ

কুষ্টিয়া সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

কুষ্টিয়ার কুমারখালীতে মাঝ পদ্মায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল হাসান (৪০) ও মুকুল হোসেন (৪০) নিখোঁজ হন। এই ঘটনায় আহত হয়েছেন অপর উপপরিদর্শকসহ (এসআই) দুই ইউপি সদস্য। তারা কুমারখালী থানায় কর্মরত ছিলেন।

সোমবার (২৮ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের স্রীখোল এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই পুলিশ সদস্যকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ ঘটনায় আহতরা হচ্ছেন, কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছলিম ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন টিটন।

স্থানীয় বাসিন্দা ও জেলেরা জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে মাছ ধরছিল। গভীর রাতে দুই মেম্বর ও ৬ পুলিশ পদ্মা নদীর বেড় কালোয়া এলাকায় নেমে অভিযানের কথা বলে কয়েকজন জেলের কাছ থেকে ইলিশ মাছ নিয়ে নদীর অন্য প্রান্তে চলে যায়। পরে শিলাইদহের শ্রীখোল এলাকায় দুর্বৃত্তরা পুলিশ ও মেম্বারের ওপর হামলা চালায়।

এজাহার শেখ নামের এক জেলে বলেন, রাতে পদ্মায় ইলিশ ধরছিলাম। সেসময় ছলিম ও টিটন মেম্বারসহ ৬ জন পুলিশ এসে আমার কাছে থাকা মাছ নিয়ে চলে যায়। তার ভাষ্য, মাছ নেওয়ার পরে পুলিশ ফের তাকে মাছ ধরার অনুমতি দিয়ে চলে যায়।

তবে জেলেদের অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল বলেন, একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে নদীর ওপারের ইউনিয়ন চর সাদিপুর যাচ্ছিলেন পুলিশের একটি দল।

এসময় দুটি নৌকা এসে পুলিশের নৌকাটির লোকজনের সাথে খারাপ ব্যবহার করেন। একটি নৌকার সাথে সংঘর্ষে পুলিশের নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

জানা গেছে, রাতে খবর পেয়ে আহত পুলিশদের উদ্ধার করেন বেড় কালোয়া এলাকার জেলেদের নেতা ইয়ারুল ইসলাম। তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় জেলেরা প্রথমে তাকে ফোন দিয়ে জানায় নদীতে ঝামেলা হচ্ছে। ছলিম ও টিটন মেম্বর এবং পুলিশ এসে জেলেদের কাছ থেকে তেল ও মাছ লুটপাট করে নিয়ে গেছে। সে খবর শুনেও তিনি ঘুমিয়ে পড়েছিলেন।

এরপর ভোর ৫টার দিকে এএসআই সবদুল তাকে ফোনে বলেন, ভাই আমরা বিপদে আছি সাহায্য করেন। তখন একটি নৌকায় করে এসআই নজরুলসহ ৩ পুলিশ এবং দুই মেম্বরকে উদ্ধার করা হয়।

কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করি। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়।

উদ্ধার কাজে তদারকি করা কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, আমরা উদ্ধার কাজ জোরেশোরে চালিয়ে যাচ্ছি। ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমারখালীতে পদ্মায় পুলিশের ওপর হামলায় দুই সদস্য নিখোঁজ

আপডেট সময় : ০৬:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

 

কুষ্টিয়ার কুমারখালীতে মাঝ পদ্মায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল হাসান (৪০) ও মুকুল হোসেন (৪০) নিখোঁজ হন। এই ঘটনায় আহত হয়েছেন অপর উপপরিদর্শকসহ (এসআই) দুই ইউপি সদস্য। তারা কুমারখালী থানায় কর্মরত ছিলেন।

সোমবার (২৮ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের স্রীখোল এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই পুলিশ সদস্যকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ ঘটনায় আহতরা হচ্ছেন, কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছলিম ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন টিটন।

স্থানীয় বাসিন্দা ও জেলেরা জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে মাছ ধরছিল। গভীর রাতে দুই মেম্বর ও ৬ পুলিশ পদ্মা নদীর বেড় কালোয়া এলাকায় নেমে অভিযানের কথা বলে কয়েকজন জেলের কাছ থেকে ইলিশ মাছ নিয়ে নদীর অন্য প্রান্তে চলে যায়। পরে শিলাইদহের শ্রীখোল এলাকায় দুর্বৃত্তরা পুলিশ ও মেম্বারের ওপর হামলা চালায়।

এজাহার শেখ নামের এক জেলে বলেন, রাতে পদ্মায় ইলিশ ধরছিলাম। সেসময় ছলিম ও টিটন মেম্বারসহ ৬ জন পুলিশ এসে আমার কাছে থাকা মাছ নিয়ে চলে যায়। তার ভাষ্য, মাছ নেওয়ার পরে পুলিশ ফের তাকে মাছ ধরার অনুমতি দিয়ে চলে যায়।

তবে জেলেদের অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল বলেন, একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে নদীর ওপারের ইউনিয়ন চর সাদিপুর যাচ্ছিলেন পুলিশের একটি দল।

এসময় দুটি নৌকা এসে পুলিশের নৌকাটির লোকজনের সাথে খারাপ ব্যবহার করেন। একটি নৌকার সাথে সংঘর্ষে পুলিশের নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

জানা গেছে, রাতে খবর পেয়ে আহত পুলিশদের উদ্ধার করেন বেড় কালোয়া এলাকার জেলেদের নেতা ইয়ারুল ইসলাম। তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় জেলেরা প্রথমে তাকে ফোন দিয়ে জানায় নদীতে ঝামেলা হচ্ছে। ছলিম ও টিটন মেম্বর এবং পুলিশ এসে জেলেদের কাছ থেকে তেল ও মাছ লুটপাট করে নিয়ে গেছে। সে খবর শুনেও তিনি ঘুমিয়ে পড়েছিলেন।

এরপর ভোর ৫টার দিকে এএসআই সবদুল তাকে ফোনে বলেন, ভাই আমরা বিপদে আছি সাহায্য করেন। তখন একটি নৌকায় করে এসআই নজরুলসহ ৩ পুলিশ এবং দুই মেম্বরকে উদ্ধার করা হয়।

কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করি। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়।

উদ্ধার কাজে তদারকি করা কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, আমরা উদ্ধার কাজ জোরেশোরে চালিয়ে যাচ্ছি। ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।