ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo দূরপাল্লার যান চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রী Logo ডামুড্যায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo গোবিন্দগঞ্জে অপহরনকৃত মেয়েকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত Logo কেশবপুরে কুটির শিল্পের নতুন দিগন্ত খায়রুল আনাম Logo সোনাগাজীতে একের পর এক চুরি-ডাকাতি, অভিযোগে করেও মামলা হয় না Logo বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান Logo নোয়াখালী জজ কোর্টের দোতলা থেকে লাফ দিয়ে আসামির পালানোর চেষ্টা Logo ‘বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময়’ Logo লাশ পোড়ানো অগ্নিসংযোগ ও জখম মামলায় আব্দুল লতিফ মোল্লাসহ ১৮জন গ্রেপ্তার Logo ঝিনাইগাতীর ৯ গ্রামের ভাগ্যচিত্র বদলে দিতে পারে এক ব্রীজে

রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজের বাজার দর কম

কুয়াশায় হালি পেঁয়াজের পাতা মরা রোগে ফলন ব্যাহত

আতিয়ার রহমান, রাজবাড়ী
  • আপডেট সময় : ২২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়রীতে মুড়িকাটা পেঁয়াজে বাজার দর কম-কুয়াশায় হালি পেঁয়াজের পাতা মরা রোগের কারনে উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা কৃষকের। দাম ও ফলন নিয়ে চরম শঙ্কিত চাষিরা। রাজবাড়ী জেলাটি পেঁয়াজ আবাদের জন্য সমৃদ্ধ শালী একটি জেলা।কিন্তু চলতি শীতে কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারনে হালী পেঁয়াজের পাতা মরা রোগ দেখা দেওয়ায় ফলন বিপর্যয় ও বাজার দর নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে পেঁয়াজ চাষিদের।এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। দেশের চাহিদার ১৬ ভাগ পেঁয়াজ উৎপাদনকারী জেলা রাজবাড়ী। এ জেলায় আবাদী পেঁয়াজের ছয় ভাগই হালি পেঁয়াজ আবাদ হয়েছে।বর্তমানে মাঠে মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন শেষের দিকে।

বাজারে যেসব নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে এর পুরোটাই মুড়িকাটা পেঁয়াজ।কিন্তু বাজারে মুড়িকাটা পেঁয়াজের বাজার দর কমে যাওয়ায় বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে চাষিদের।এদিকে চলতি মৌসুমে কুয়াশার কারনে বর্তমানে ফসলী মাঠে হালি পেঁয়াজের পাতা মরা রোগ দেখা দেওয়ায় ফলন বিপর্যয় ও উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।পেঁয়াজের পাতা গুলো শুকিয়ে মরে যাচ্ছে।এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন তারা।পেঁয়াজ আবাদে খ্যাত রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ফসলী মাঠে গীয়ে দেখা য়ায় এমন অবস্থা।অন্য দিকে মুড়িকাটা পেঁয়াজের দাম অত্যাধিক কমে যাওয়ায় হালি পেঁয়াজের বাজার দরেও শঙ্কিত চাষিরা।বিঘা প্রতি পেঁয়াজের হালি,বাৎসরিক জমির মূল্য,সার, ঔষধ, দিন মজুর ও কীটনাশকের অত্যাধিক দামে খরচ হচ্ছে ৪০/৬০ হাজার টাকা।এতে গত বছরের চাইতে বিঘা প্রতি খরচ বেড়েছে ৫ হাজার টাকারও বেশি।তবে পেঁয়াজের ক্ষেত গুলোতে পাতা মরা রোগ দেখা দেওয়ায় পেঁয়াজের উৎপাদন অর্ধেকে নেমে আসার আশঙ্কা করছেন তারা।গত বছর বিঘা প্রতি ৫০/৬০ মণ পেঁয়াজ উৎপাদন হলেও এবছর ৩০/৩৫ মণের বেশি উৎপাদন হবেনা বলে জানান তারা।আর মুড়িকাটা পেঁয়াজের বাজার দর বর্তমানে মান ভেদে ২৫/৩৫ টাকা কেজি ও প্রতি মণ ১ হাজার থেকে সাড়ে বারোশ টাকায় নেমে যাওয়ায় বিঘা প্রতি আবাদ খরচের অর্ধেকই উঠছেনা।এতে পেঁয়াজ চাষিরা ব্যাপক লোকসানে পরেছেন।তবে আগামীতে ভারত সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানী না করার অনুরোধ জানান চাষিরা।আমদানী করা হলে চাষিরা আরো লোকসানে পরবে বলে মনে করেন ব্যাবসায়ীরা।রাজবাড়ীতে হালি পেঁয়াজের আবাদ ৩২ হাজার হেক্টর ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে ৫ হাজার ৭ শ হেক্টর।

রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা উদয়পুর পেঁয়াজ চাষি ঝন্টু কুমরি শিকদার বলেন,মুড়িকাটা পেঁয়াজের বাজার দর অত্যাধিক কমে গেছে।এতে আবাদ খরচই উঠছেনা।আবার কুয়াশায় হালি পেঁয়াজের পাতা মরা রোগের কারনে উৎপাদন কমে যাওয়া ও বাজার দর নিয়ে চরম শঙ্কায় রয়েছেন তারা।এতে খরচ উঠবেনা আবাদের অর্ধেকও।একই এলাকার কৃষক মমিন খান ও মো. জামাল শিকদারও তাদের এবছর পেঁয়াজের ফলন বিপর্যয় ও দাম কমে যাওয়ায় হতাশা জানান।
রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা গোলাম রাসুল বলেন, বর্তমানে বাজারে পেঁয়াজের বাজার দর কমে যাওয়ায় হালি পেঁয়াজ নিয়ে কৃষকদের শঙ্কা রয়েছে।তবে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে হালি পেঁয়াজের ফলন বাড়ে ও লোকসান কম হয়।লোকসান কমাতে পেঁয়াজ সংরক্ষন পদ্ধতি অবলম্বন করার কথা বলেন কৃষকদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজের বাজার দর কম

কুয়াশায় হালি পেঁয়াজের পাতা মরা রোগে ফলন ব্যাহত

আপডেট সময় :

রাজবাড়রীতে মুড়িকাটা পেঁয়াজে বাজার দর কম-কুয়াশায় হালি পেঁয়াজের পাতা মরা রোগের কারনে উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা কৃষকের। দাম ও ফলন নিয়ে চরম শঙ্কিত চাষিরা। রাজবাড়ী জেলাটি পেঁয়াজ আবাদের জন্য সমৃদ্ধ শালী একটি জেলা।কিন্তু চলতি শীতে কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারনে হালী পেঁয়াজের পাতা মরা রোগ দেখা দেওয়ায় ফলন বিপর্যয় ও বাজার দর নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে পেঁয়াজ চাষিদের।এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। দেশের চাহিদার ১৬ ভাগ পেঁয়াজ উৎপাদনকারী জেলা রাজবাড়ী। এ জেলায় আবাদী পেঁয়াজের ছয় ভাগই হালি পেঁয়াজ আবাদ হয়েছে।বর্তমানে মাঠে মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন শেষের দিকে।

বাজারে যেসব নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে এর পুরোটাই মুড়িকাটা পেঁয়াজ।কিন্তু বাজারে মুড়িকাটা পেঁয়াজের বাজার দর কমে যাওয়ায় বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে চাষিদের।এদিকে চলতি মৌসুমে কুয়াশার কারনে বর্তমানে ফসলী মাঠে হালি পেঁয়াজের পাতা মরা রোগ দেখা দেওয়ায় ফলন বিপর্যয় ও উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।পেঁয়াজের পাতা গুলো শুকিয়ে মরে যাচ্ছে।এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন তারা।পেঁয়াজ আবাদে খ্যাত রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ফসলী মাঠে গীয়ে দেখা য়ায় এমন অবস্থা।অন্য দিকে মুড়িকাটা পেঁয়াজের দাম অত্যাধিক কমে যাওয়ায় হালি পেঁয়াজের বাজার দরেও শঙ্কিত চাষিরা।বিঘা প্রতি পেঁয়াজের হালি,বাৎসরিক জমির মূল্য,সার, ঔষধ, দিন মজুর ও কীটনাশকের অত্যাধিক দামে খরচ হচ্ছে ৪০/৬০ হাজার টাকা।এতে গত বছরের চাইতে বিঘা প্রতি খরচ বেড়েছে ৫ হাজার টাকারও বেশি।তবে পেঁয়াজের ক্ষেত গুলোতে পাতা মরা রোগ দেখা দেওয়ায় পেঁয়াজের উৎপাদন অর্ধেকে নেমে আসার আশঙ্কা করছেন তারা।গত বছর বিঘা প্রতি ৫০/৬০ মণ পেঁয়াজ উৎপাদন হলেও এবছর ৩০/৩৫ মণের বেশি উৎপাদন হবেনা বলে জানান তারা।আর মুড়িকাটা পেঁয়াজের বাজার দর বর্তমানে মান ভেদে ২৫/৩৫ টাকা কেজি ও প্রতি মণ ১ হাজার থেকে সাড়ে বারোশ টাকায় নেমে যাওয়ায় বিঘা প্রতি আবাদ খরচের অর্ধেকই উঠছেনা।এতে পেঁয়াজ চাষিরা ব্যাপক লোকসানে পরেছেন।তবে আগামীতে ভারত সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানী না করার অনুরোধ জানান চাষিরা।আমদানী করা হলে চাষিরা আরো লোকসানে পরবে বলে মনে করেন ব্যাবসায়ীরা।রাজবাড়ীতে হালি পেঁয়াজের আবাদ ৩২ হাজার হেক্টর ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে ৫ হাজার ৭ শ হেক্টর।

রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা উদয়পুর পেঁয়াজ চাষি ঝন্টু কুমরি শিকদার বলেন,মুড়িকাটা পেঁয়াজের বাজার দর অত্যাধিক কমে গেছে।এতে আবাদ খরচই উঠছেনা।আবার কুয়াশায় হালি পেঁয়াজের পাতা মরা রোগের কারনে উৎপাদন কমে যাওয়া ও বাজার দর নিয়ে চরম শঙ্কায় রয়েছেন তারা।এতে খরচ উঠবেনা আবাদের অর্ধেকও।একই এলাকার কৃষক মমিন খান ও মো. জামাল শিকদারও তাদের এবছর পেঁয়াজের ফলন বিপর্যয় ও দাম কমে যাওয়ায় হতাশা জানান।
রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা গোলাম রাসুল বলেন, বর্তমানে বাজারে পেঁয়াজের বাজার দর কমে যাওয়ায় হালি পেঁয়াজ নিয়ে কৃষকদের শঙ্কা রয়েছে।তবে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে হালি পেঁয়াজের ফলন বাড়ে ও লোকসান কম হয়।লোকসান কমাতে পেঁয়াজ সংরক্ষন পদ্ধতি অবলম্বন করার কথা বলেন কৃষকদের।