সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁদ নিহত

শরিফ মাহমুদ, কুষ্টিয়া
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর নিবাসি (সকাল সন্ধা গলির) মাহাতাব উদ্দিন চাঁদ গতকাল রোববার সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)।
চাঁদ শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে সড়ক দূর্ঘটনায় মারাত্বকভাবে আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা চাঁদকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরে অবস্থার আরও অবনতি হলে ঢাকায় এনাম হসপিটালে প্রেরণ করা হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার মৃত্যু হয়। রোববার বাদ মাগরিব কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর জামে মসজিদে নিহতের জানাযা শেষে পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।