‘কুষ্টিয়ার মনোহরদিয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্নীতিমুক্ত সমাজ গড়তে চায়’
- আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
জামায়াতের কুষ্টিয়া সদর-৩ আসনের মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মুফতি আমীর হামজা বলেছেন, বিগত সময়গুলোতে দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দূর্নীতি করে দেশকে ধ্বংস করা হয়েছে। দূর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। এ হুকুমত প্রতিষ্ঠার জন্য নবী করিম (সা:) কাজ করে গেছেন। তার সাহাবায়েকেরামও কাজ করে গেছেন। হযরত উমর (রা:) তার আদর্শ ছিলো মোহাম্মদ (সা:)। জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আদর্শও মোহাম্মদ (সাঃ)। তারা যে কাজ কর্ম করেন তা ইবাদত মনে করেই করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যতগুলো ধারা রয়েছে তার মধ্যে প্রথম ধারাই হলো মানুষের সেবা করা। সেই লক্ষ্যেই তারা দেশ ও জাতীর খেদমত করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে জামায়াতের প্রার্থী মনোনীত করে কাজ করার পরিকল্পনা করা হয়েছে। আমাকে কুষ্টিয়া সদর-৩ আসনের জন্য মনোনীত করা হয়েছে। আমি দূর্নীতিমুক্ত সমাজ গড়তে চায়। আমাকে নির্বাচনের মাধ্যমে কাঙ্খিত স্থানে পৌছানোর সুযোগ দিলে দেশ ও জাতির খেদমত করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা একটি মানবিক পরিবার সামাজিক রাষ্ট্র গঠন করতে চায়। এ দেশে যতগুলো দল আছে তার মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী এগিয়ে আছে। বাংলাদেশে এখন নিবন্ধিত ও অনিবন্ধিত মিলে ৭৩টির উপরে দল আছে। সবচাইতে নির্ভেজালভাবে রাষ্ট্র চালাতে ইউনিয়ন থেকে শুরু সংসদ পর্যন্ত এমনকি আর্ন্তজাতিক মহল পর্যন্ত বাংলাদেশ জামায়াতের বিকল্প যদি কোন দল এদেশে থাকে তাহলে আপনি তাকে ভোট দেবেন। আপনারা মনে হয় জামায়াতের মতো এতো সুশৃঙ্খল দল পাবেননা। তাই জামায়াতকেই আপনারা নির্বাচিত করবেন।
গত বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার সদর উপজেলা মনোহরদিয়া ইউনিয় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে প্রধান বক্তা হিসাবে তিনি এসব কথা বলেন।
মনোহরদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর ছাইদুল ইসলাম এর সভাপতিত্বে মনোহরদিয়ার কন্দর্পদিয়া হাইস্কুল মাঠে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উলামা বিভাগের কুষ্টিয়া জেলা সেক্রেটারী মাওলানা ইয়াসির আরাফাত, জামায়াতের ইবি থানার সাবেক আমীর জেলা ইউনিট সদস্য আশরাফুল ইসলাম বাবলু, ইবি থানার আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক আব্বাস আলী, সহকারী সেক্রেটারী ইব্রাহিম খলিল, আশরাফুল ইসলাম, শ্রমিককল্যাণ ফেডারেশনের মনোহরদিয়া ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেন, জামায়াতের ইউনিয়ন নায়েবে আমীর আমিরুল ইসলাম, হাফেজ মাওলানা আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের মনোহরদিয়া ইউনিয়নের সেক্রেটারী অধ্যাপক আনোয়ার হোসেন।
















