সংবাদ শিরোনাম ::   
                            
                            কেশবপুরে শিশু নির্যাতনের অভিযোগে আটক-১
 
																
								
							
                                
                              							  খায়রুল আনাম, কেশবপুর (যশোর) প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ২৪৫ বার পড়া হয়েছে
৫ বছরের শিশু কন্যাকে শারিরিক ভাবে নির্যাতন করার অভিযোগে ফজর আলি বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। এই ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে। পুলিশ এই ব্যাপারে একটি মামলা রেকর্ড করেছে। যার মামলা নং-২/২৫, তারিখ-০৩-০৩-২০২৫।
থানা পুলিশ জানায়, রবিবার রাত ৮টার দিকে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের মৃত রমজান আলি বিশ্বাসের ছেলে, ফজর আলি তাদের বাড়ির পাশে জনৈক ব্যক্তির ৫ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে তার বসত ঘরের মধ্যে নিয়ে শিশুটির শরীরের স্পর্শকাতর জায়গায় হাতদেয় এবং তাকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় শিশুটি আত্মচিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধারসহ লম্পট ফজর আলিকে আটক করে। এরপর থানা পুলিশকে খবর দিলে রাত ১০ টার দিকে পুলিশ ঘনাস্থল থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে। এব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে কেশবপুর থানায় একটি এজাহার দাখিল করলে, পুলিশ শিশু নির্যাতনের ঘটনায় একটি মামলা রেকর্ড করে। ফজর আলিকে সোমবার দুপুরে যশোর বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে। থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, শিশু নির্যাতনের ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং এর সাথে জড়িত ফজর আলিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
							
                             
																			


















