কোম্পানীগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ১৭০ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন উপজেলার ভুক্তভোগী পল্লী বিদ্যুত গ্রাহকরা। শনিবার সকালে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের হাতে স্মারকলিপি তুলে দেন সাধারণ গ্রাহকের পক্ষ থেকে চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী, সমাজ সেবক নুর উদ্দিন নুর্মিন,বিএনপি নেতা আবুল কাশেম বাবুল, যুবদল নেতা আজিজুল হক রাজুসহ সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকেনা।এতে অসুস্থ রোগীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষা,চিকিৎসাসহ যাবতীয় সব ক্ষেত্রে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।এমন ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাট কখনোই কাম্য নয়। এই সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানান।




















