খাগড়াছড়ির মানিকছড়িতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 275.44354; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ লাইব্রেরী কর্নার স্থাপন বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহামিনা আফরোজ ভূঁইয়া। গতকাল বুধবার সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। এতে মানিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, এছাড়া স্থানীয় স্মার্ট মানিকছড়ি লাইব্রেরি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। লাইব্রেরি স্থাপন বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহামিনা আফরোজ ভূঁইয়া জানান জেলা প্রশাসকের অনুমতিক্রমে মানিকছড়িতে উপজেলা পরিষদ লাইব্রেরি কর্ণার স্থাপনের নির্দেশনা রয়েছে। এতে মানিকছড়ি স্মার্ট লাইব্রেরি মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে একই লাইব্রেরিতে কাজ করার নিমিত্বে স্মার্ট লাইব্রেরি কর্তৃপক্ষ কিছু ফার্নিচার ও পুরাতন বই সরবরাহ করেছিলেন, যার তালিকা রয়েছে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই লাইব্রেরি টিকে পাবলিক লাইব্রেরি করার দাবি তোলা হলে বিতর্ক তৈরি হয় এই বিতর্ক-নিরেশনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের কে নিয়ে মতবিনময় সভা করেন, তিনি জানিয়েছেন জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক মানিকছড়ি উপজেলা পরিষদ লাইব্রেরি কর্নার স্হাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এতে পরে স্মার্ট মানিকছড়ি তারা কিছু ফার্নিচারও বই দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিলেন যেহেতু অনেকে সোশ্যাল মিডিয়ায় এটিকে পাবলিক লাইব্রেরি করার কথা বলছেন এখানে আইনগত কিছু সমস্যার কারণে বিয়য়টি পরিস্কার করার জন্য বৈঠকের আহ্বান করা হয়েছে।তাহমিনা আফরোজ ভূঁইয়া জানান এটি উপজেলা পরিষদ লাইব্রেরি কর্নার নামে পরিচালনা করার নির্দেশনা রয়েছে। তিনি বলেন পাবলিক লাইব্রেরি করতে হলে আলাদা করতে পারেন যা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা পাবলিক লাইব্রেরি স্থাপন করতে পারেন সেই উদ্যোগে উপজেলা পরিষদ এর পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে, তবে উপজেলা পরিষদ লাইব্রেরি কর্নার কোন অবস্থাতে পাবলিক লাইব্রেরি নাম দেয়া যাবে না। তিনি জানান স্হাপিত উপজেলা পরিষদ লাইব্রেরি কর্নারটি স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য এবং বই পড়ুয়াদের জন্য উন্মুক্ত থাকবে। ছাত্র ছাত্রীরা সকলে এখানে এসে বই পড়তে পারবেন। নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়া বলেন সামাজিক অবক্ষয় ও জ্ঞানের পরিধি প্রসারে লাইব্রেরিটি ভূমিকা রাখবে,তাই সকলের সহযোগিতা প্রয়োজন।