খিলগাঁও মডেল কলেজে বিনামূল্যে রক্তদান কর্মসূচি
- আপডেট সময় : ১১:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
যদি করি সেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ’
এই স্লোগানকে সামনে রেখে বুধবার ঢাকার খিলগাঁও মডেল কলেজে বিনামূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ চিহ্নিত কর্মসূচি পালন করেছে।
শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগে সেচ্ছায় রক্তদানের পাশাপাশি শিক্ষার্থীদের রক্তের গ্রুপ চিহ্নিত করা হয়।
সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রক্তদানে ভয় দূর করে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ এই কর্মসূচির আয়োজন করে। উদ্যোক্তারা জানালেন, কর্মসূচির অংশ হিসাবে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। স্বেচ্ছায় রক্তদান ও রক্তের সঠিক ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমাম জাফর। তিনি বলেন, যে রক্ত দিতে পারে তার আনুগত্য বা বিশ্বাস নিয়ে কোন প্রশ্ন করা যায় না। রক্তদান খুব কঠিনতম একটা কাজ। যে কখনও রক্তদান করেনি সে এটা উপলব্ধি করতে পারবে না। আমি এটা করেছি আমি বুঝি। শিক্ষার্থীরা এই গর্বিত কাজের অংশিদার। আগামীতে এই শিক্ষার্থী প্রতিষ্ঠানে এমনি সেবামূলক আরও কর্মসূচি হাতে নেওয়া হবে।
প্রফেসর মো. ইমাম জাফর আর রক্তদানের মাধ্যমে মানুষের মানুষে বন্ধন আরও সুদৃঢ় হয়। সম্পর্ক তৈরিতে রক্তদান সেতুবন্ধনের কাজ করে। এই সম্পর্কটা শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুগদা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো.নাজিম আল আজাদ। রক্তদানের মূল উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে ভয়কে জয় করে ছাত্র-ছাত্রীদের মানুষ হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত রক্তদান এবং নতুনদের আগ্রহী করে তোলার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ গভর্ণিং বডির হিতৈষী সদস্য মামুনুর রশীদ আখন্দ, বিদ্যুৎসাহী সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, শিক্ষক প্রতিনিধি কে. এম. নাহিদ হাসান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রোকেয়া চৌধুরী, ছাত্রনেতা মামুন, ফারুক মিয়া।
মানবিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাতিমা খানম, মোহাম্মদ নাঈম, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইফুল ইসলাম, ও খিলগাঁও মডেল কলেজ এর ব্লাড ডোনেশন ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাকিল বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।
খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান ও সাবেক ছাত্রীসহ অভিভাবকরা যাতে করে অতিরিক্ত রক্তক্ষরণ,দুর্ঘটনায় আহত, অ্যামিনিয়া, সন্তান প্রসব, হিমোফিলিয়া,অস্ত্রপাচারসহ জীবনের জটিল এবং কঠিন মুহূর্তে প্রয়োজনীয় রক্ত জোগাড় করার লক্ষ্যে কগটঈ ব্লাড ডোনেশন ক্লাব নামে একটি ফেসবুক পেজ খোলা হয়।